Aajbikel

টিশার্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখ, DA মিছিল থেকে স্লোগান উঠল, ‘জনতার জাস্টিস জিন্দাবাদ’

 | 
ডিএ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ৷ কলকাতা হাই কোর্টের অনুমতিতে শনিবার একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় মিছিল করলেন তাঁরা৷ এদিন দেখা গেল ডিএ আন্দোলনকারীদের বিশাল সমাবেশ৷ আজকের মিছিলে স্লোগান দেওয়ার জন্য যে ক’টি ট্যাবলো রাখা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে, তা পর্যাপ্ত ছিল না। দেখা গেল কোনও কোনও জায়গায় খালি গলাতেই স্লোগান তুলছেন আন্দোলনকারীরা। এমনই একটি অংশ থেকে ভেসে এল স্লোগান—‘জনতার জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিন্দাবাদ। সত্যের পথে চলা আপসহীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিন্দাবাদ।’

তবে শুধু স্লোগান নয়, এদিন বেশ কিছু সরকারি কর্মচারীর গায়ে দেখা গেল বিশেষ টিশার্ট৷ তাতে আঁকা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি। কোনওটা শুধুই ছবি। কোনওটা আবার এফেক্ট দিয়ে কার্টুন করা। কোনও টিশার্টে আবার লেখা, ‘‘আপনি লড়ছেন সত্য ন্যায়ের পক্ষে, রাজ্যবাসী আপনার পাশে রয়েছে৷’’ আবার কোনও টিশার্টে দেখা গেল বিচারপতি গঙ্গোপাধ্যীয়ের হাতে ধরানো হ্যান্ড রোলার। যা পিষে শেষ করে দিচ্ছে দুর্নীতিকে।

ডিএ আন্দোলন মিছিলে আসা সরকারি কর্মচারীদের মধ্যে একজন বলেন, ‘চাকরিপ্রার্থীদের পাশে থেকে যিনি দুর্নীতিকে সামনে নিয়ে এসেছেন, চোর গুলোকে ভেতরে ঢুকিয়েছেন, তাঁর ছবি তো থাকবেই।’ বৈধ চাকরিপ্রার্থীদের কাছে তিনি ‘ঈশ্বর সম’৷ তাঁর একটা নায়কোচিত ইমেজ তৈরি হয়েছে আম আমির মনে। অনেকেই মনে করেন, তাঁর নির্দেশের চেয়েও দুর্নীতি মামলায় তাঁর পর্যবেক্ষণই এর নেপথ্য কারণ।

মাসখানের আগে খিদিরপুরের একটি গ্রন্থাগারের অনুষ্ঠানে এই প্রসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে  প্রশ্ন করা হয়েছিল৷ বলা হয়েছিল, আপনাকে তো অনেকে জনতার বিচারপতি বলেন! এর উত্তরে তিনি বলেছিলেন, ‘কেন বলেন আমি জানি না। তবে আমি সামাজিক ন্যায়ের পক্ষে। আমার উদ্দেশ্য একটাই, মানুষ যাতে দ্রুততার সঙ্গে বিচার পান।’

Around The Web

Trending News

You May like