কলকাতা: এসএসসি দুর্নীতি মামলা নিয়ে একের পর এক বড় নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শাসকদলের একাধিক নেতামন্ত্রীদের কাছে তিনি যেন বিভীষিকা হয়ে উঠেছিলেন। চাকরিপ্রার্থীরা তাঁকে ঘিরে নতুন ভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে এবার তারা ন্যায় বিচার পাবে। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয় নিয়ে বেশ কড়া হাতেই ব্যবস্থা নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু এখন থেকে নতুন কোনও এসএসসি মামলা তাঁর কাছে যাবে না! কেন এমন হল?
আরও পড়ুন- সরকারি কর্মচারীদের জন্য সুখবর, মোটা টাকা বোনাস ঘোষণা নবান্নের
জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে যাচ্ছে উচ্চ প্রাথমিকের যাবতীয় মামলা। এবার থেকে প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলাগুলি মূলত তিনি শুনবেন। তাঁর থেকে ওইসব মামলা সরে তা যাচ্ছে বিচারপতি রাজশেখর মান্থার কাছে। তবে আপাতত যে মামলাগুলি ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনেছেন সেগুলি তিনিই শুনবেন বলে জানা গিয়েছে। কিন্তু অনেকের প্রশ্ন এমন কেন হল? আসলে প্রতি বছরই বিচারপতিদের রোস্টারের পরিবর্তন হয়। এবারেও সেই একই জিনিস হচ্ছে নিয়ম মেনে। তাই মামলার ক্ষেত্রে বিচারপতি বদল হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতিই রোস্টার ঠিক করে দেন এবং সেই নিয়ম মেনেই চলতে হয়। এক্ষেত্রেও তাইই হচ্ছে।
বিগত কয়েক মাসে বেশ কিছু দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ যা তাঁকে করে তুলেছে বাঙালির প্রিয় বিচারপতি৷ তাঁর হাত ধরেই আশার আলো খুঁজছেন এসএসসি আন্দোলনকারীরা৷ অনেকে তো জেলায় জেলায়, সোশ্যাল মিডিয়ায় কার্যত প্রচার শুরু করেছেন, ‘বেকারের নয়নমণি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়’। এখন এই খবরে তাদের কী প্রতিক্রিয়া হয় সেটাই দেখার।