Aajbikel

সুপ্রিম নির্দেশ, আপাতত এসএসসির কোনও মামলাই শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়

 | 
অভিজিৎ

 কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক কড়া নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ দুর্নীতির বিরুদ্ধে কড়া ‘বিধান’ দিয়ে হয়ে উঠেছিলেন আন্দোলনকারীদের ‘ভগবান’৷ তাঁর এজলাসে সুবিচার মিলবে, আশায় বুক বেধেছিলেন হবু শিক্ষকরা৷ কিন্তু, সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, আপাতত তিনি স্কুল সার্ভিস কমিশন-এর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলাই আপাতত শুনবেন না।

পুজো অবকাশ শেষে শুরু হয়েছে আদালতের কাজ৷ সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে ছিল এসএসসি সংক্রান্ত মামলাগুলির শুনানি। কিন্তু এদিন এজলাসে আসার পরেই বিচারপতি জানিয়ে দেন, তিনি আপাতত আর এসএসসি সংক্রান্ত কোনও মামলা শুনছেন না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সেই কারণও জানিয়েছেন তিনি৷

বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শিক্ষায় নিয়োগ দুর্নীতির মামলাগুলিকে শুনানির তালিকা থেকে সরানো হল। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট এসএসসি-র সমস্ত মামলা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে ফেরত পাঠায়৷ সর্বোচ্চ আদালত জানায়, এই মামলাগুলির দ্রুত শুনানির জন্য হাই কোর্টের প্রধান বিচারপতি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করবেন। ওই বেঞ্চই হবে দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি৷ কাদের চাকরি থাকবে আর কারা চাকরি খোয়াবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চই।

Around The Web

Trending News

You May like