আদালতের সঙ্গে খেলা হচ্ছে! সিবিআই অধিকর্তার রিপোর্ট তলব হাইকোর্টের

আদালতের সঙ্গে খেলা হচ্ছে! সিবিআই অধিকর্তার রিপোর্ট তলব হাইকোর্টের

e0ef21fe3b7732ef9b2d8cc7b1296d88

কলকাতা: সিবিআইয়ের প্রতি অসন্তোষের বাঁধ ভেঙেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ওএমআর শিট মামলায় সিবিআইয়ের জমা করা কেস ডাইরি খতিয়ে দেখে তিনি আরও বিস্মিত হয়েছেন। তাঁর বক্তব্য, এই মামলার তদন্তে সিবিআইয়ের যে ভূমিকা তা আশাপ্রদ নয়। তাঁর পর্যবেক্ষণ, সিবিআই আদালতের সঙ্গে খেলছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে এই বিপুল দুর্নীতির বিষয়ে তদন্ত করছে না। একই সঙ্গে এদিন তিনি সিবিআই ডিরেক্টর প্রবীণকুমার সুদকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন এই ইস্যুতে। আগামী ৪ অক্টোবর সেই রিপোর্ট দিতে হবে। এছাড়া ওই দিন দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে শুনানিতে হাজিরা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি। 

ওএমআর শিট সংক্রান্ত মামলাকারী শান্তনু শিটের আইনজীবী এদিন আদালতে জানান, ওএমআর শিটের অনেক তথ্যে ভুল আছে। তাই পর্যদ আদালতে যে তথ্য দিচ্ছে, তা বিশ্বাসযোগ্য হবে কী করে, সেই প্রশ্ন তোলেন তিনি। এই প্রেক্ষিতে সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এক বছর অতিক্রম হয়ে গেলেও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সেভাবে উল্লেখযোগ্য কিছু করতে পারেনি সিবিআই। এক্ষেত্রে কেন্দ্রের আইনজীবীর উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘আপনাদের কাজ কি মানুষকে বোকা বানানো?’ সিবিআইয়ের যে মনোভাব নিয়ে তদন্ত করা উচিত ছিল, সেভাবে তদন্ত তারা করেনি। 

গতকাল প্রাথমিকের ওএমআর শিট মামলায় বিচারপতি গতকালই তিরস্কার করে বলেছিলেন, সিবিআইয়ের পারফরম্যান্স খুবই খারাপ। তারা ‘ফেল’ করেছে সারা ভারতবর্ষ জানুক। আর বুধবার যেন সহ্যের সীমা আরও ছাড়িয়েছে তাঁর। বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন বলেন, শিক্ষক নিয়োগ দূর্নীতিতে যে টাকার লেনদেন হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসাই করেনি সিবিআই। পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা যোগ্য নয়, যারা পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের জিজ্ঞাসাবাদে তেমন কোনও সদর্থক প্রশ্নই নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *