Aajbikel

এজলাসের বাইরেও মানবিক বিচারপতি গঙ্গোপাধ্যায়, হাসপাতাল গেলেন বিশেষ কারণে

 | 
অভিজিৎ

কলকাতা: ফের মানবিক রূপ দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। না এবার কোনও মামলা সংক্রান্ত বিষয় নয়। এবার দুর্ঘটনাগ্রস্ত এক ছাত্রীকে দেখতে হাসপাতালে গেলেন তিনি। একই সঙ্গে তাকে এবং তার পরিবারকে সাহায্যের আশ্বাস দিয়েছেন বিচারপতি। এদিন আর জি কর মেডিক্যাল হাসপাতালে উপস্থিত হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

পলতার অঞ্চলের এক ছাত্রী ট্রেনে গুরুতর আহত হয়েছিলেন। তার একটি পা এবং অন্য পায়ের আঙুল কাটা গিয়েছে। ওই ছাত্রীকে দেখতেই এদিন বিকেল নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যান হাইকোর্টের বিচারপতি। ছাত্রীর সঙ্গে দেখা করে পরিবারকে সাহায্যের বার্তা তো দিয়েইছেন, পাশাপাশি আশা করেছেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে দেখবেন। মানবিক হয়ে তিনিও এই ছাত্রী এবং তার পরিবারকে সাহায্য করবেন। 

গত ৭ সেপ্টেম্বর দুপুরে উত্তর ২৪ পরগনার পলতা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ওই ছাত্রী। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নীচে চলে যায় সে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আর জি কর মেডিক্যালে স্থানান্তরিত করা হয় তাকে। অবস্থা এমনই ছিল যে চিকিৎসকদের অস্ত্রোপচার করতেই হত। 

Around The Web

Trending News

You May like