পিএফ ‘দুর্নীতি’: হেয়ার স্ট্রিট থানার ওসিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

পিএফ ‘দুর্নীতি’: হেয়ার স্ট্রিট থানার ওসিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 কলকাতা: ভুয়ো ডিরেক্টর নিয়োগ করে পিএফ ‘দুর্নীতি’র অভিযোগের দুটি সংস্থার বিরুদ্ধে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে৷ সেই মামলায় হেয়ারস্ট্রিট থানার ওসিকে আদালতে ডেকে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আধ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন তিনি৷  যে দুটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলি হল ডেল্টা লিমিটেড এবং ওলিসা রিয়্যালটি। এই সংস্থা দুটির বিরুদ্ধে মামলা করেন তাদেরই কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী৷ অভিযোগ হল, তাঁদের প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না।  

ওই মামলায় দুই সংস্থার পাঁচ জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)-কে নির্দেশ দিয়েছিলেন তিনি। শুক্রবার এসএফআইও উচ্চ আদালতে জানায়, দুপুর ২টোয় তাঁদের আধিকারিকরা হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন৷ থানায় অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু হেয়ার স্ট্রিট থানার পুলিশ জানিয়েছে, আদালতের অর্ডারের প্রতিলিপি হাতে পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এফআইআর দায়ের করা হবে। এর পরেই হেয়ার স্ট্রিট থানার ওসিকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *