বেআইনি নির্মাণ মামলায় এবার পুরসভার চেয়ারম্যানকে তলব, রয়েছে বড় অভিযোগ

বেআইনি নির্মাণ মামলায় এবার পুরসভার চেয়ারম্যানকে তলব, রয়েছে বড় অভিযোগ

কলকাতা: বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্য এক মামলায় এবার দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যানকে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে একটি বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, গত চার বছরে ধরে পুরসভার কাছে অভিযোগ জানানো সত্বেও পুরসভা কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। সেই প্রেক্ষিতেই আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালে পুরসভার চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দিল আদালত। 

এদিনই হাওড়া লিলুয়ার এক বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড় মন্তব্য করেন। তিনি বলেন, একটাও বেআইনি নির্মাণ কোথাও, কোনও জায়গায় থাকবে না। হাওড়ায় তাঁর নিজের বাড়ি আছে, সেটাও যদি বেআইনি হয় তাহলে সেই বাড়িও বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে। কয়েক মাস আগে তিনিই এই সংক্রান্ত অন্য এক মামলায় বুলডোজার ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, অবৈধ নির্মাণ ভাঙতে প্রয়োজনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে বুলডোজার ভাড়া করতে হবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *