ফাঁদে ফেলা হয়েছে তাঁকে? বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি

ফাঁদে ফেলা হয়েছে তাঁকে? বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি

8035f6303a82b421c096a4c1a56dfa0b

কলকাতা: বাংলার এক জনপ্রিয় (টিভি) সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তিনি। সেই সাক্ষাৎকারের ৭ মাস পর সুপ্রিম কোর্ট তাঁর থেকে নিয়োগ ইস্যুর দুটি মামলা সরিয়ে নিয়েছে। প্রাথমিক দুর্নীতির দু’টি মামলা সরানো হয়েছে তাঁর এজলাস থেকে। এরপর থেকেই ওই সংবাদমাধ্যমকে বয়কট করার ডাক উঠেছে সর্বত্র। দাবি করা হচ্ছে, সাক্ষাৎকার নিয়ে বিচারপতিকে ফাঁদে ফেলা হয়েছিল। এই নিয়ে এবার মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

নেটদুনিয়ায় ওঠা এই অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমেই মুখ খুলেছেন বিচারপতি। তাঁর কথায়, এমন আজগুবি কথা তিনি জীবনে কম শুনেছেন। ফাঁদে ফেলার গল্প সম্পূর্ণ উদ্ভট এবং মিথ্যে বলেই দাবি তাঁর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন গত সেপ্টেম্বর মাসে। আর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রায় ৭ মাস পর। তাই এর মধ্যে ফাঁদে ফেলার কিছু নেই, যারা বলছে তারা সম্পূর্ণ বাজে কথা বলছে। এর কোনও সত্যতা নেই বলেই স্পষ্ট জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।