justice ganguly
কলকাতা: প্রাথমিকের ওএমআর শিট মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার কার্যত তুলোধনা করেছেন সিবিআইকে। এর আগে একাধিকবার তাঁর ‘ধমক’ খেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু আজ যেন সব পার হয়ে গিয়েছে। বিচারপতির তিরস্কার, সিবিআইয়ের পারফরম্যান্স খুবই খারাপ। তারা ‘ফেল’ করেছে সারা ভারতবর্ষ জানুক। একই সঙ্গে তাঁর বক্তব্য, আগে লোকে সিবিআই শুনলে ভয় পেত, এখন হাসাহাসি করে। জানে কিছুই হবে না।
এই মামলাতেই আজ সিবিআইয়ের সিটের প্রধান অশ্বিন শেণভিকে তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির নির্দেশ, আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ২টোয় তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে। তদন্তের গাফিলতির কারণ সিটের প্রধানকে জানাতে হবে। ওএমআর শিট মামলায় সিবিআই যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল আদালতে তা দেখে প্রচণ্ড অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, তদন্ত রিপোর্ট দেখার পর বলতে হচ্ছে, সিবিআই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা ছাড়া বিকল্প কিছু বলার মতো পাচ্ছেন না তিনি। তাঁর কথায়, উলুবেড়িয়া থানাকে কেসটা দিলে ভাল হত!
গতকাল মানিক ভট্টাচার্য সংক্রান্ত এক মামলায় বিচারপতি ‘বোঝাপড়া’র প্রসঙ্গ তুলেছিলেন। আজ প্রধানমন্ত্রীর দফতরে সিবিআই সম্পর্কে নালিশ করার ভাবনা নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, তিনি বিশ্বাস করেন না সিবিআইয়ের আধিকারিকরা বোকা। তাঁরা অত্যন্ত চালাক। কিন্তু রিপোর্ট দেখে মনে হচ্ছে সিবিআই নিজেই কালপ্রিটদের ঢাকার চেষ্টা করছে। সবাই নয়, তবে কিছুজন হাতে হাত ধরার চেষ্টা করছেন দোষীদের বলেই মনে হচ্ছে।