×

'পাঠান' দেখার ইচ্ছা ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, খেলেন বকা! 

 
ganguli

কলকাতা: বলিউড বাদশা শাহরুখ খানের কামব্যাক ছবি 'পাঠান' জ্বরে এখন কার্যত কাবু গোটা দেশ। দ্বিতীয় সপ্তাহ পার করেও বক্স অফিস কাঁপাচ্ছে এই ছবি। সাধারণ মানুষ তো বটেই, সেলেব্রেটি থেকে শুরু করে সমাজের সব অন্দরে যেন ঢুকে পড়েছেন কিং খান। এক্ষেত্রে বাদ যায়নি আদালত চত্বরও। আজ্ঞে হ্যাঁ, 'পাঠান' নিয়ে চর্চা আদালতেও শুরু হয়েছে। কলকাতা হাইকোর্টে এই সিনেমা নিয়ে আলোচনা চলল কিছুক্ষণ আর বিচারপতি স্বয়ং জানান যে তিনিও এই ছবি দেখতে চেয়েছিলেন।

আরও পড়ুন- 'বিশেষ' পোশাক পরে চর্চায় মোদী, নীল জ্যাকেটের বিশেষত্ব কী

কথা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। জানা গিয়েছে, শাহরুখের এই ছবি দেখার ইচ্ছে ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কিন্তু এখনও পর্যন্ত দেখতে পারেননি। আদৌ দেখবেন কিনা তা নিয়েও সংশয়। কারণ তিনি বকা খেয়েছেন! আসল বিষয়টি ঠিক কী? সূত্রের খবর, এদিন তাঁর এজলাসে এক মামলার শুনানির সময় তিনি এক আইনজীবীর কাছে জানতে চান যে তিনি 'পাঠান' দেখেছেন কিনা। আইনজীবী তাঁকে জানান যে এই সপ্তাহে দেখবেন। তখনই বিচারপতি বলেন, তাঁরও পাঠান দেখার ইচ্ছা ছিল। যদিও কোনও এক বন্ধুর বকাবকির কারণে দেখা হয়নি। তবে বিচারপতির বন্ধু তাঁকে আসলে কার জন্য বকলেন, সেই বিষয় স্পষ্ট হয়নি, তবে এই নিয়ে আলাদাভাবে আলোচনায় মজে সকলে। 

আরও জানা গিয়েছে, এদিন আদালতে 'পাঠান' নিয়ে কিছুটা হালকা আলোচনাও হয়। অনেকেই নাকি বিচারপতিকে জানিয়েছেন যে ছবিটি একবার দেখলে খারাপ লাগবে না। সবার কথাই মোটের ওপর শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলা ভাল, প্রত্যেকের রিভিউ নেন। তবে অবশেষে তিনি ছবি দেখবেন কিনা তা জানা যায়নি। 

From around the web

Education

Headlines