ভদ্র না অভদ্র কে গ্রেফতার, ভাবছি না! অন্য কী ভাবাচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে

ভদ্র না অভদ্র কে গ্রেফতার, ভাবছি না! অন্য কী ভাবাচ্ছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে

3dbdbb00e97c4f49629361e564d109c7

কলকাতা: রাজ্যে নিয়োগ কাণ্ডের তদন্ত করছে ইডি, সিবিআই এবং এইসব মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই গ্রেফতারির কয়েকদিনের মধ্যেই সোমবার আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বললেন, “ভদ্র না অভদ্র কে গ্রেফতার হয়েছে সেটা নিয়ে আমি ভাবছি না।” অবশ্যই তিনি কারোর নাম নেননি, কিন্তু অনুমান করাই যায় তিনি কাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন। কিন্তু অন্য কী ভাবছেন বিচারপতি? 

২০২০ সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এদিন এস বসু রায় এন্ড কোম্পানির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওএমআর শিট সরবরাহ থেকে শুরু করে মূল্যায়ন এবং মেধাতালিকা বানানোর কাজ করত এই সংস্থা। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এই সংস্থাকে ‘কনফিডেনশিয়াল সেকশন’ বলে অভিহিত করেছিলেন। তবে বিচারপতি বক্তব্য, পর্ষদের বাইরে থাকা কোনও সংস্থাকে ‘কনফিডেনশিয়াল সেকশন’ বলা যায় না। আইনে পর্ষদের হাতে এই ধরনের কোনও ক্ষমতা দেওয়া আছে কিনা সেটাও স্পষ্ট নয়।