Aajbikel

মানিকের সঙ্গে সিবিআইয়ের 'বোঝাপড়া'? সন্দেহপ্রকাশ বিচারপতির

 | 
অভিজিৎ

কলকাতা: নিয়োগ কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্য সংক্রান্ত ওএমআর শিট দুর্নীতি মামলায় সিবিআইকে দুপুরের মধ্যেই রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রিপোর্ট পাওয়ার পর তাদের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তিনি। এমনকি এটাও জানতে চাইলেন যে দুই পক্ষের মধ্যে কোনও 'বোঝাপড়া' হয়েছে কিনা! 

মানিক ভট্টাচার্যের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে এদিন দুপুর ২টোর মধ্যে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। সিবিআই রিপোর্ট দিয়ে নিয়োগ মামলায় বেশ কয়েক জন সন্দেহভাজন নেতাদের নাম বলেছে আদালতে। কিন্তু সিবিআইয়ের তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। প্রাথমিক নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্যকে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে পর্যবেক্ষণ আদালতের। এর মূল কারণ, সিবিআই আদালতে জানিয়েছে এখনও পর্যন্ত মানিককে পাঁচ বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আদালত দেখছে, সব বার সেই জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ডিং করা হয়নি। দু'বার করা হলেও তিনবার রেকর্ডিং নেই। এমনকি, সিবিআইয়ের প্রশ্নের উত্তরে মানিক কী কী বলেছেন, সেখানে তাঁর বয়ানে কোনও স্বাক্ষরও নেই। 

ঠিক এই জায়গাতেই বিচারপতি বক্তব্য, তাঁর সন্দেহ হচ্ছে সিবিআই আধিকারিকদের সঙ্গে মানিক ভট্টাচার্যের বোঝাপড়া হয়েছিল কি না। কারণ সুপ্রিম কোর্ট থেকে মানিক জামিন পেয়েছিলেন। গোটা বিষয় নিয়ে অসন্তুষ্ট আদালত প্রাথমিকের দুর্নীতি মামলার সম্পূর্ণ কেস ডায়েরি সিবিআইকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মঙ্গলবার দুপুরের মধ্যে।  

Around The Web

Trending News

You May like