Aajbikel

‘অভিষেকের নাম আকাশ থেকে পেড়ে আনিনি’, কুন্তলের চিঠি প্রসঙ্গে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

 | 
অভিজিৎ

কলকাতা:  বিচারাধীন মামলা নিয়ে  সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা। গত শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দু’টি মামলা সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে সোমবার তাঁর এজলাস থেকে সংশ্লিষ্ট মামলা দুটি প্রধান বিচারপতির এজলাসে পাঠিয়ে দেওয়া হয়। যা নিয়ে এত বিতর্ক, কুন্তল ঘোষের সেই চিঠি প্রসঙ্গে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এদিন হাই কোর্ট থেকে বেরনোর সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমার যত দূর মনে পড়ে, আমার কাছে যে ডকুমেন্ট জমা পড়েছিল, তাতে কুন্তল নিজে অভিষেকের নাম করেন। এ তো আমার বানানো বা আকাশ থেকে পেড়ে আনা কোনও নাম নয়!’’ তাঁর আরও সংযোজন, ‘‘তৃণমূল টিনোমূল বলে কোনও কিছু আমার কাছে নেই। যখন এ ধরনের মামলার বিচার করতে বসি, তখন দেখতে চাই দুর্নীতি আছে কি না।’’ এখানে থেকে না থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “কোনও রাজনৈতিক দলের নাম বা প্রসঙ্গ বা কোনও সুবিধা নেওয়া-এ সব তো আসে না। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে কেন? সে তো কুন্তল ঘোষ নিজে তুলেছেন।”

নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ সম্প্রতি  দুই কেন্দ্রীয় সংস্থা, ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে  আলিপুর আদালত ও হেস্টিংস থানায় বিস্ফোরক অভিযোগ দায়ের করেন৷ কুন্তলের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁর উপর চাপ দিচ্ছে ইডি ও সিবিআই-এর আধিকারিকরা। এই অভিযোগ লিখিত আকারে কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত ১ এপ্রিল হেস্টিংস থানায় ও আলিপুর আদালতে দাখিল করেন কুন্তল৷ 

এদিকে, দিন কয়েক আগে শহিদ মিনারের জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, কুণাল ঘোষ, মদন মিত্ররা জেলে থাকার সময় তাঁদেরকেও অভিষেকের নাম বলার জন্য চাপ দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, এই বিষয়ে বিস্তারিত জানতে প্রয়োজনে অভিষেক ও কুন্তলকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। সোমার আদালত থেকে বেরিয়ে সে বিষয়েই মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Around The Web

Trending News

You May like