justice ganguly
কলকাতা: আলিপুরদুয়ারের সমবায়ে ৫০ কোটি আর্থিক দুর্নীতি মামলা নিয়েও বড় মন্তব্য করতে শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সম্প্রতি তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিয়োগ মামলায় তুলোধনা করেছিলেন। তারা তদন্ত গুরুত্ব সহকারে করছে না, বোঝাপড়া রয়েছে কিনা, এই সব সমস্ত ক্ষেত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাই সমবায় মামলা নিয়ে তিনি ইডি-সিবিআইকে কার্যত পরামর্শ দিলেন।
সমবায় সমিতিতে ৫০ কোটির আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। তাতে তদন্ত নিয়ে একক বেঞ্চের নির্দেশ বহাল রয়েছে। এই প্রেক্ষিতেই বিচারপতি বক্তব্য, আদালতের আশা এই দুর্নীতি তদন্তে সিবিআই ও ইডি গুরত্ব দিয়ে তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করবে। এই মামলায় ভালো ফলের আশা করা হচ্ছে তদন্তকারী সংস্থার থেকে। একই সঙ্গে তাঁর নির্দেশ, আগামী ১৮ অক্টোবর তদন্তে অগ্রগতির রিপোর্ট আদালতে দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। তবে বিচারপতি সন্দেহ করে এও বলেছেন যে, কালপ্রীট যে কাউকে কিনতে পারে। এই তদন্ত সারদার মতো হতে দেওয়া যাবে না।
উল্লেখ্য, ২০১৯ সালে আলিপুরদুয়ারের মহিলা সমবায় ঋণদান সমিতির দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২০ সাল থেকে এই মামলায় তদন্ত করছিল সিআইডি। কিন্তু আমানতকারীদের একাংশের অভিযোগ ছিল, কয়েকটি গ্রেফতারি ছাড়া আর কোনও অগ্রগতি হয়নি এই মামলায়। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই, ইডিকে তদন্তের নির্দেশ দেন।