২ হাজার ৮১৯ জনের চাকরি বাতিল করতে হবে, SSC-কে নির্দেশ বিচারপতির

২ হাজার ৮১৯ জনের চাকরি বাতিল করতে হবে, SSC-কে নির্দেশ বিচারপতির

কলকাতা: গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় ২ হাজার ৮১৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, এসএসসিকে এদের চাকরি বাতিল করতে হবে। এছাড়া এই ২ হাজার ৮১৯ জনের নাম আলাদা ভাবে কমিশনের সাইটে প্রকাশ করার নির্দেশও দিয়েছেন বিচারপতি। এদের বিরুদ্ধে উত্তরপত্রে কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ। 

আরও পড়ুন- এবার OMR সংক্রান্ত ইস্যু, ফের আদালতে প্রশ্নের মুখে সিবিআই

বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালতে এসএসসি জানায়, ২ হাজার ৮১৯ জনের ওএমআর সিটে কারচুপি করা হয়েছে। এই ক্ষেত্রে আদালতের নির্দেশ, আগামীকাল অর্থাৎ শুক্রবার এই ওএমআর সিট প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েসাইটে এবং নাম, ঠিকানা, বাবার নাম সহ প্রকাশ করতে হবে। এসএসসি’র বক্তব্য, কারচুপি যে হয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, কারচুপির বিষয়ে কোনও সন্দেহ যখন নেই তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নিতে হবে। তাই যা নির্দেশ দেওয়া হয়েছে তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে।