পদত্যাগ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Justice Gangopadhyay Resigned কলকাতা: সিদ্ধান্ত জানিয়েছিলেন আগেই৷ সেই মতোই মঙ্গলবার পদত্যাগ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইমেল নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়ে ইস্তফা দেওয়ার কথা…

justice resigned

Justice Gangopadhyay Resigned

কলকাতা: সিদ্ধান্ত জানিয়েছিলেন আগেই৷ সেই মতোই মঙ্গলবার পদত্যাগ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইমেল নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠিয়ে ইস্তফা দেওয়ার কথা জানালেন তিনি। জিপিও থেকে চিঠি পাঠিয়ে ইস্তফা দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷

এর পরই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সঙ্গে দেখা করতে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকাল ১০টার কিছু পরে কলকাতা হাই কোর্টে আসেন তিনি। রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর পাশাপাশি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে ইস্তফাপত্রও পাঠিয়েছেন বিচারপতি৷

সোমবারই এজলাসের যাবতীয় কাজ সেরে ফেলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সোমবার দুপুর ২টো ৪৭ মিনিটে শেষবার এজলাস ছাড়েন৷ এদিন তাঁকে শেষবার আদালতে দেখতে ছুটে এসেছিলেন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। কারও চোখে জল৷ কেউ পা ধরতে চাইলেন৷ কেউ আবার ভাসলেন আবেগে৷

আরও কতদিন বৃষ্টি? কালীপুজো’ও মাটি! আগামী এক সপ্তাহের ওয়েদার রিপোর্ট | West Bengal Weather Update

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =