×

কমেছে মাধ্যমিকের পরীক্ষার্থী, তা হলে ১০ হাজার শিক্ষক নিয়োগের  প্রয়োজনীয়তা কী? প্রশ্ন বিচারপতি বসুর

 
বিশ্বজিৎ বসু

কলকাতা: দিন দিন রাজ্যে কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা৷ এই অবস্থায় অতিরিক্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা কোথায়? সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু৷ পরীক্ষার্থীর সংখ্যা কমায় শিক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তুললেন তিনি। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীকে আইনে বদল আনার পরামর্শও দিলেন তিনি।

আরও পড়ুন- বেড়ে চলেছে অ্যাডিনোভাইরাসের দাপট! ভাইরাস ঠেকাতে কী কী রাখবেন খুদের পাতে

এদিন বিচারপতি বসু বলেন, ‘‘এ বার মাধ্যমিকে ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গেল। আর রাজ্য সরকার বলছে ১০ হাজার শিক্ষক প্রয়োজন৷ এই অতিরিক্ত শিক্ষকদের প্রয়োজন কোথায়? অর্থের অপচয় ছাড়া কোনও লাভ হচ্ছে কি?’’

এর পরেই রাজ্য শিক্ষা দফতরের উদ্দেশে তিনি বলেন, ‘‘শিক্ষামন্ত্রীকে আইনে বদল আনতে বলুন। যে সব স্কুলে খুব কম পড়ুয়া আছে, সেই সব স্কুলের পড়ুয়াদের কাছের কোনও স্কুলে পাঠিয়ে দিন। আর যেখানে শিক্ষকের অনুপাতে বেশি পড়ুয়া রয়েছে, সেই স্কুলগুলোতে শিক্ষকদের বদলি করুন।’’

২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ২৮ জন। অথচ গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫। কেন এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় চার লক্ষ কমে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পর্ষদের দাবি, অতিমারির জেরেই পড়ুয়ার সংখ্যা হ্রাস৷  

বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আদালতকে জানান, অনেকে প্রস্তুতি নেই বলে স্বেচ্ছায় পরীক্ষা দিচ্ছে না৷ অনেক আবার টেস্টে পাশ করতে পারেনি। যারা কোভিডের সময় অষ্টম-নবম শ্রেণিতে পড়ত, তারাই এ বছর মাধ্যমিক পরীক্ষার্থী। কোভিডকালে স্কুলে ক্লাস হয়নি। তারও প্রভাবও রয়েছে৷ সেই কারণেই পরীক্ষার্থীর সংখ্যা কম হতে পারে বলে মনে করছেন রামানুজ৷ 

From around the web

Education

Headlines