টেটের ৪২০০০ চাকরিতে কী ভাবে হয়েছিল নিয়োগ? পর্ষদের কাছে প্যানেল দেখতে চাইলেন বিচারপতি সিনহা

কলকাতা: আদালতে এখনও ঝুলে রয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভাগ্য৷ তাঁদের চাকরি নিয়ে প্রবল অনিশ্চয়তার মধ্যেই টেটের  ৪২ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া…

কলকাতা: আদালতে এখনও ঝুলে রয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর ভাগ্য৷ তাঁদের চাকরি নিয়ে প্রবল অনিশ্চয়তার মধ্যেই টেটের  ৪২ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহা ৪২ হাজার চাকরির নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই মর্মে বিশেষ নির্দেশেও দেন বিচারপতি৷ তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগের প্যানেল আদালতে জমা দিতে হবে। ৩০ জুলাই ফের মামলাটি শুনবে আদালত।

 

২০১৪ সালে নেওয়া টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ৪২ হাজার শূন্যপদে নিয়োগ করা হয়েছিল৷ কিন্তু ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে মামলা করেন চাকরিপ্রার্থীদের একাংশ।