‘হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে’, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

‘হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে’, প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

3dbdbb00e97c4f49629361e564d109c7

কলকাতা: অফুরন্ত দুর্নীতি৷ শিক্ষক নিয়োগের পরতে পরতে বেনিয়ম৷ নিওগ দুর্নীতির একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে৷ যে কোনও মামলার পর্যবেক্ষণে তাঁর চোখাচোখা বাক্যবাণ শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছেন প্রায় সকলেই। কিন্তু বুধবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময়ে যেন আগের সব বাক্যবাণ ছাপিয়ে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘এত দুর্বৃত্ত পাশে থাকলে দিদি কী করে সামলাবেন। সম্ভব নয়। এটা এখন সবাই জানে!’

আরও পড়ুন- ‘আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যার,’ কেন্দ্রীয় বেজেট নিয়ে তীব্র কটাক্ষ মমতার

এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানির সময় ভূপেন হাজারিকার একটি গানের লাইন উল্লেখ করে তিনি বলেন, একটি গান আছে, “হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে”।

গতকাল, অর্থাৎ মঙ্গলবারই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দায়িত্বপ্রাপ্ত সিবিআই অফিসারকে সরিয়ে দিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার নির্দেশও দেন তিনি। এদিন বিকল্প তিনটি নাম নিয়ে আদালতে যায় সিবিআই। পাশাপাশি জানায়, একজন প্রভাবশালীর কাছ থেকে দু’টি পাসপোর্ট পাওয়া গিয়েছে। সিবিআইয়ের এই তথ্য দেওয়ার পরই বিচারপতি জানতে চান কে তিনি? কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী জানান, তিনি এখন জেলবন্দি। তিনি মানিক ভট্টাচার্য