Aajbikel

স্কুলে চাকরি হারালেন ববিতা, কত টাকা ফেরত দিতে হবে তাঁকে? কী নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের?

 | 
অঙ্কিতা

কলকাতা: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অঙ্কিতা অধিকারির জায়গায় স্কুলে চাকরি পেয়েছিলেন তিনি৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে এবার সেই চাকরি হারালেন ববিতা সরকার। মঙ্গলবার ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরি  বাতিল করে ববিতাকে চাকরি দিয়েছিলেন তিনিই৷ কিন্তু যোগ্যতার তুল্যমূল্য বিচারে সেই ববিতার চাকরিই বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। শুধু তাই নয়, চাকরির টাকাও ফেরত দিতে ববিতাকে৷ এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আদালতের নির্দেশে আগামী ৬ জুনের মধ্যে ববিতাকে ১৫ লক্ষ টাকা কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে৷ আগামী বুধবারের মধ্যে  ১১ লক্ষ টাকা ফেরত দেবেন ববিতা। তবে এত দিন চাকরির জন্য যে বেতন পেয়েছেন, সেই টাকা ফেরত দিতে হবে না তাঁকে। অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার পর তাঁর টাকা  কিস্তিতে ফেরত দেওয়া হয়েছিল ববিতাকে৷ আদালতের নির্দেশ মাফিক অঙ্কিতার ফেরত দেওয়া যে টাকা ববিতার কাছে গিয়েছিল, সেই টাকাই ফেরত দেওয়ার জন্য  নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ববিতাকে মোট ১৫ লক্ষ ৯২ হাজার ৮৪৩ টাকা ফেরত দিতে হবে।

আদালতের রায়ে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েছেন শিলুগুড়ির বাসিন্দা ববিতা সরকার। আদালতে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি ১১ লক্ষ টাকা ফেরত দিতে পারবেন। বাকি টাকা ফেরত দেওয়ার জন্য ৩ মাস সময় চেয়ে নিয়েছেন। কারণ তিনি একটি গাড়ি কিনে ফেলেছেন৷ যার টাকাও শোধ করতে হচ্ছে৷

এদিকে, ববিতার জায়গায় চাকরি পাচ্ছেন অনামিকা রায়। ববিতা সমস্ত টাকা জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল সেই টাকা তুলে দেবেন অনামিকার হাতে। নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। পরবর্তী নিয়োগপ্রক্রিয়ায় ববিতা ফের অংশ নিতে পারবেন বলেও জানিয়েছেন তিনি৷ 

Around The Web

Trending News

You May like