ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব! প্যানেল বাতিলের বড় হুঁশিয়ারি বিচারপতির

ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব! প্যানেল বাতিলের বড় হুঁশিয়ারি বিচারপতির

8035f6303a82b421c096a4c1a56dfa0b

কলকাতা: নিয়োগ দুর্নীতি ইস্যুতে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড় বড় নির্দেশ দিচ্ছেন। এটাই যেন এখন বাংলার দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এবারও তিনি নিয়োগ সংক্রান্ত ইস্যুতে বড়সড় হুঁশিয়ারি দিলেন। তাঁর মন্তব্য, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবেন! কিন্তু কেন এমন বললেন তিনি?  

আরও পড়ুন: সুন্দরবন নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, হচ্ছে একাধিক স্বাস্থ্যকেন্দ্রও

২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এক জনস্বার্থ মামলায় এদিন এই মন্তব্য করেন বিচারপতি। আসলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে ২০১৬ সালের প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ফলাফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে সেই ফল নিয়ে বিস্তর অভিযোগ আছে। তার প্রেক্ষিতেই এই মন্তব্য করতে শোনা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। অভিযোগ উঠেছে, একাধিক ব্যক্তির সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত নম্বর বাড়িয়ে। অথচ মামলাকারীদের কোনও সুপারিশ পত্র যেমন ছিল না, তেমনই তাঁরা অপ্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থী।

এদিকে বিজেপির পক্ষের এক আইনজীবীর দাবি, বিপুল পরিমাণ সংখ্যায় অযোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় নেওয়া হয়েছে যাঁরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেনি। অথচ তাঁদের নাম উঠে এসেছে ২০১৬ সালের নিয়োগের তালিকায়। মামলাকারীদের অভিযোগ, ৪২ হাজারের মধ্যে ৩২,হাজার জনকে বেআইনি ভাবে নম্বর বাড়ানো হয়েছে। এই মামলার পরের শুনানি আগামী ১৫ ডিসেম্বর, সেদিন হলফনামা চেয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *