বোনের চাকরি করে দিয়েছেন খোদ কমিশনের সদস্য! ফলের জন্য তৈরি থাকুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়

বোনের চাকরি করে দিয়েছেন খোদ কমিশনের সদস্য! ফলের জন্য তৈরি থাকুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়

2a3599e6746146f36b2d51a6d6c63603

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলার পরতে পরতে চাঞ্চল্য। ইতিমধ্যেই নিজের মেয়েকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে৷ বৃহস্পতিবার উঠে এল স্বজন পোষণের অভিযোগ৷ স্কুল সার্ভিস কমিশনের এক সদস্যের বিরুদ্ধে বেআইনি ভাবে নিজের বোনকে চাকরি দেওয়ার অভিযোগও প্রকাশ্যে এল। এদিন শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, কমিশনের কিছু সদস্য তাঁদের আত্মীয়দের শিক্ষক বা গ্রুপ ডি পদে অবৈধ ভাবে নিয়োগ করেছেন। এর ফলের জন্য তৈরি থাকুন।

আরও পড়ুন- স্টেশনের নাম বদল, শিয়ালদহ মেট্রোর উদ্বোধন নিয়ে ধোঁয়াশাই

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এসএসসি’র একাধিক সদস্য  স্বজনপোষণ করেছেন। গ্রুপ ডি থেকে সহকারী শিক্ষক পদে আত্মীয় পরিজনদের চাকরি পাইয়ে দিয়েছেন তাঁরা। ইচ্ছা করলে আমি এখনই তাঁদের নাম জানাতে পারি। আমার কাছে সব নথি আছে৷ এসএসসি-র এক সদস্য নিজের বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন। এদের তৈরি থাকতে বলুন।’’  বিচারপতি আরও বলেন, অভিযুক্তদের দুর্নীতির ফল ভুগতে হবে৷ 

গত কয়েক দিনে বেআইনিভাবে চাকরি পাওয়া বহু প্রার্থীর চাকরি বাতিল করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এর মধ্যে রয়েছেন মন্ত্রী-কন্যাও৷ তাঁর উপর আস্থা রেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা৷ এসএসসি মামলায় একাধিকবার কড়া কথা শুনিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ এবার সরাসরি বললেন ‘ফল ভুগতে হবে’৷