পুজোয় অনন্য ব্যাপার, মণ্ডপের পাশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি সহ মঞ্চ-ব্যানার

পুজোয় অনন্য ব্যাপার, মণ্ডপের পাশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি সহ মঞ্চ-ব্যানার

কলকাতা: রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে যা যা হচ্ছে তার মূল আছেন তিনিই। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কোনও তথাকথিত সেলেব্রিটির থেকে কম নন। তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। দুর্নীতির বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছেন তিনি তাতে চাকরিপ্রার্থীরা তো বটেই বাংলার সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। এবার দুর্গাপুজোতেও যেন ঘটল অনন্য ব্যাপার। এক পুজো মণ্ডপের পাশে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে মঞ্চ। তাতে তাঁর ছবিও আছে।

আরও পড়ুন- হোটেলের ঘর থেকে উদ্ধার মডেলের ঝুলন্ত দেহ, চিরকুটে লেখা ‘শুধু শান্তি চাই’, ঘনাচ্ছে রহস্য

দমদম ক্যান্টনমেন্ট এলাকার গোরাবাজার সংঘমিত্রা ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে পাশে এই মঞ্চ এবং ব্যানার দেখতে পাওয়া গিয়েছে। সেই ব্যানারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি সহ কিছু লেখা দেখা গিয়েছে। তা হল, ‘পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করে উচ্চ শিক্ষার মান বজায় রাখার জন্য সম্মানিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানাই বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন।’ তবে এই ঘটনা যে একদম বিরল তা নয়। কারণ এইবারের পুজোতেই উত্তরবঙ্গে এক মণ্ডপ উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন মন্ত্রী কন্যার বিরুদ্ধে জয়ী চাকরি প্রাপক ববিতা সরকার।

শিলিগুড়ির এক দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধনে আমন্ত্রিত ববিতা সরকার। চার বছরের লড়াইয়ের পর নিজের যোগ্য জায়গা ছিনিয়ে নিয়েছেন ববিতা। তাঁর এই জয়ে উচ্ছ্বসিত এলাকার বাসিন্দারাও। সেই প্রেক্ষিতে এবারের দুর্গাপুজোয় নারীশক্তিকে সম্মান দিতে শিলিগুড়ির ওই পুজো মণ্ডপ ববিতা দিয়েই পুজো উদ্বোধনের কথা ভেবেছে। ববিতা নিজে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও উচ্ছ্বসিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =