একগুচ্ছ বোকারা সিবিআইতে আছেন! কালপ্রিটদের ঢাকার চেষ্টা হচ্ছে, ক্ষুব্ধ বিচারপতি

একগুচ্ছ বোকারা সিবিআইতে আছেন! কালপ্রিটদের ঢাকার চেষ্টা হচ্ছে, ক্ষুব্ধ বিচারপতি

justice abhijit

কলকাতা: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই নিয়োগ মামলার তদন্তে যে কতবার আদালতের ‘ধমক’ খেয়েছে তা মনে হয় এখন গোনা যাবে না। আবারও একই ঘটনা ঘটল কলকাতা হাইকোর্টে। এবারেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হল তাদের। গতকাল মানিক ভট্টাচার্য সংক্রান্ত এক মামলায় বিচারপতি ‘বোঝাপড়া’র প্রসঙ্গ তুলেছিলেন। আজ এক ধাপ এগিয়ে তাঁর বক্তব্য, তিনি বিশ্বাস করতে পারছেন না যে, এক গুচ্ছ বোকারা সিবিআইতে আছেন। ঠিক কোন বিষয়ে এই ধরনের মন্তব্য করলেন তিনি? 

গতকালের পর আজও নিয়োগ তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই রিপোর্ট দেখে চূড়ান্ত অখুশি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এতটাই অসন্তুষ্ট যে, এবার প্রধানমন্ত্রীর দফতরে সিবিআই সম্পর্কে নালিশ করার ভাবনা নিয়েছেন। কারণ তাদের কাজের মধ্যে একাধিক গাফিলতি খুঁজে পেয়েছেন বিচারপতি। তাঁর কথায়, প্রতিটি ফাইলে দেখা যাচ্ছে শুধু কপি করা হয়েছে। দাঁড়ি, কমা মিলিয়ে লিখে দেওয়া হয়েছে। একজনের বক্তব্য আরেক জনের মুখে বসানো হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হচ্ছে বলে মন্তব্য বিচারপতির। 

মানিক ভট্টাচার্যের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে গতকালই প্রশ্নের মুখে পড়েছিল সিবিআই। বিচারপতির দাবি ছিল, দুই পক্ষের মধ্যে কোনও ‘বোঝাপড়া’ হয়েছে কিনা, তা জানতে হবে। এদিনও কার্যত একই রকম সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, রিপোর্ট দেখে মনে হচ্ছে সিবিআই নিজেই কালপ্রিটদের ঢাকার চেষ্টা করছে। সবাই নয়, তবে কিছুজন হাতে হাত ধরার চেষ্টা করছেন দোষীদের বলেই মনে হচ্ছে। এই প্রেক্ষিতেই তিনি প্রধানমন্ত্রীর দফতরে নালিশ জানাবেন বলে জানিয়েছেন। বিচারপতি বলেন, সিবিআই কিছু করছেন না বলে প্রধানমন্ত্রীর দফতরে রিপোর্ট পাঠাবেন। বলবেন, অফিসাররা তো শিশু নয়, জানে কী করতে হয়। তবে করছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =