বিচারপতির অনুরোধ রেখেছেন মুখ্যমন্ত্রী, সোমার চাকরির জন্য মমতাকে ধন্যবাদ অভিজতের

বিচারপতির অনুরোধ রেখেছেন মুখ্যমন্ত্রী, সোমার চাকরির জন্য মমতাকে ধন্যবাদ অভিজতের

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় রাজ্য সরকার এবং সরকারের একাধিক প্রতিনিধির বিরুদ্ধে একের পর এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছেন। তাঁর নির্দেশে কলকাতা হাইকোর্টে কার্যত কোণঠাসা রাজ্য সরকারের প্রতিনিধিরা। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই মঙ্গলবার ভরা আদালতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন। সৌজন্যে ক্যান্সারাক্রান্ত এসএসসি আন্দোলনকর্মী সোমা দাস। বিষয়টি হল, ক্যান্সারাক্রান্ত সোমা দাসের অবিলম্বে চাকরির ব্যবস্থা করার জন্য দিন কয়েক আগে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমার চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি বেশ কিছু অর্থের প্রয়োজন। আর তাই তাঁকে কার্যত তৎক্ষণাৎ চাকরির ব্যবস্থা তথা চাকরির রাস্তা খুঁজে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের এই ‘জনপ্রিয়’ বিচারপতি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধ রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিচারপতির অনুরোধের এক সপ্তাহের মধ্যেই সোমা চাকরির সুপারিশ গান। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই উদ্যোগেই সোমা আজ নবম-দশম শ্রেণির বাংলা শিক্ষিকা। আর তাকে এই চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মঙ্গলবার ধন্যবাদ জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

 অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, ‘আমি একটা অনুরোধ করেছিলাম। সেটা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমি খুশি হয়েছি।’ গতমাসে এসএসসি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক প্রস্তাব রেখেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তার মধ্যে যেমন ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরানোর প্রস্তাব, তেমনই আবার ক্যান্সারাক্রান্ত এসএসসি আন্দোলন কর্মী সোমা দাসের চাকরির জন্যও অনুরোধ জানান বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি সেই অনুরোধই রেখেছে রাজ্য সরকার। আর তাতেই খুশি হয়ে এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এ ছাড়াও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে একটি আদিবাসী ছাত্রের মাধ্যমিক পরীক্ষা দেওয়া সম্ভব হয়েছে বলে জানা যায় মঙ্গলবার। রাজ্যের আইনজীবী সুপ্রিয় চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, মাত্র তিন মাস ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে ছাত্রটি এবারের মাধ্যমিক পরীক্ষায় ৭৫% নম্বর পেয়েছেন। এ কথা শুনে বিচারপতি মন্তব্য করেন, ‘তাই নাকি? দারুণ। আজ এই খবর শুনে খুব ভাল লাগছে। ছাত্রটির সঙ্গে এজলাসে কথা বলতে চাই।পরবতী শুনানির দিন তাকে নিয়ে আসুন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *