Aajbikel

আদালতের নির্দেশ মানার ইচ্ছা রয়েছে? ২৪ ঘণ্টার মধ্যে মুখ্যসচিবের কাছে জবাব চাইলেন বিচারপতি

 | 
অভিজিৎ

কলকাতা: উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ভর্ৎসনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের৷ আদৌ রাজ্য সরকার আদালতের নির্দেশ কি মানতে চায়? ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে তা জানানোর নির্দেশ দিলেন বিচারপতি৷ 

এই মামলার শুনানিতে সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে এ বিষয়ে হলফনামা দিতে হবে। মামলাকারীর আইনজীবীর উদ্দেশে তাঁর নির্দেশ বলেন, ১ ঘণ্টার মধ্যে হাই কোর্টের নির্দেশ রাজ্যের জিপি-কে জানাতে হবে৷ প্রসঙ্গত, উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের উপর মামলার চাপ থাকায় রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

Around The Web

Trending News

You May like