“ঘড়ি দেখিয়ে” হুঁশিয়ারি! কর্মবিরতি নয়, এবার জীবন বাজি রাখবেন জুনিয়র চিকিৎসকরা? | Junior Doctors Cease Work Withdrawal

কৌশল বদলাচ্ছে (Junior Doctors Withdraw Cease Work Protest) কলকাতা: আন্দোলনের কৌশল বদলাচ্ছে। জল্পনা ছিলই। হয়তো কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন জুনিয়র চিকিৎসকরা। তাই হলো। ওয়েস্ট বেঙ্গল…

Junior doctors end strike

কৌশল বদলাচ্ছে (Junior Doctors Withdraw Cease Work Protest)

কলকাতা: আন্দোলনের কৌশল বদলাচ্ছে। জল্পনা ছিলই। হয়তো কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন জুনিয়র চিকিৎসকরা। তাই হলো। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কর্মবিরতি প্রত্যাহারের কথা ঘোষণা করলেন চিকিৎসক দেবাশিস হালদার।

Junior Doctors Cease Work Withdrawal
আরজি কর

তীব্রতর আন্দোলন (Reasons Behind Cease Work Withdrawal)

তিনি বলেন, “সম্পূর্ণ রূপে কর্মবিরতি প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই..তাহলে আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি…তাঁরা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি…কিন্তু তার সাথে সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। কী করছি ? পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এই ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের সামনে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। এখানে আমরা বসে থাকব। আমরা কাজে ফিরছি। আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা কাজও করছি, আবার ন্যায়বিচারের দাবিতে রাস্তাতেও আছি। সেই রাস্তাটা হচ্ছে এই জায়গা ।”

Reasons Behind Cease Work Withdrawal
আরজি কর

তবে লাগাতার কর্মবিরতি প্রত্যাহার করলেও জুনিয়র চিকিৎসকরা রীতিমতো সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন। ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে, শুরু হবে অনশন আন্দোলন, জানালেন জুনিয়র ডাক্তাররা। সেইসঙ্গে ধর্মতলায় চলবে অবস্থান কর্মসূচি।

এখন দেখার, এর পরিপ্রেক্ষিতে সরকার কী পদক্ষেপ করবে সেটা বলবে সময়।

Mamata Banerjee junior doctors
মমতা

আরও পড়ুন..

দেবীপক্ষে পড়ুয়াদের উপহার! একাদশ-দ্বাদশের পড়ুয়ারা পাবে ট্যাব কেনার টাকা, কিন্তু কবে?

BengalJunior Doctors Withdraw Cease Work Protest : Junior doctors call off cease work protest after successful talks. Get latest updates on the doctors’ strike resolution, demands met, and healthcare services restoration.