জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে গিয়ে ‘গো ব্যাক’ শুনলেন অভিজিৎ, ফিরতে হল বিজেপি সাংসদকে

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে রাতভর রাস্তায় আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদের সেই বিক্ষোভে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল…

কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে রাতভর রাস্তায় আন্দোলন করেন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁদের সেই বিক্ষোভে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর সঙ্গে কোনও কথা বলতে রাজি হলেন না আন্দোলনকারীরা৷ তাঁকে আন্দোলনস্থল থেকে চলে যেতে বলেন বিক্ষোভকারী পড়ুয়ারা। জুনিয়র ডাক্তারদের কথা অবশ্য ফেলে দেননি তিনি। উল্টে সংবাদমাধ্যমকে জানান, আন্দোলনকারীদের প্রতি তিনি সহানুভূতিশীল। সমব্যথী।

 

লালবাজার অভিযানের ডাক দিয়ে মিছিল শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু,তাঁদের ফিয়ার্স লেনেই আটকে দেয় পুলিশ। তাঁরা সেখানেই অবস্থানে বসে পড়েন। রাতেই আন্দোলনকারীদের বিক্ষোভস্থলে পৌঁছে যান সোহিনী সরকারের মতো টলিউড তারকারা। পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। কিন্তু তাঁকে দেখা মাত্রই ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। মাইকিং করে বলা হয়, “এখানে একজন রাজনীতিবিদ এসেছেন। তাঁকে বলব চলে যেতে। দয়া করে আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জাড়াবেন না।” বিক্ষোভের মুখে পড়ে অভিজিৎ বলেন, ‘আমি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, একজন সহ নাগরিক হিসেবে এই আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে এসেছিলাম৷ কিন্তু ওঁরা আমাকে ভুল বুঝেছেন৷’’