কর্মবিরতিতে অনড়! মঙ্গলে স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের

কলকাতা: কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা জুনিয়র চিকিৎসকদের। তবে এই কর্মবিরতি চলবে মঙ্গলবার ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত । তারপর তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে…

Picsart 24 08 22 14 05 07 048

কলকাতা: কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা জুনিয়র চিকিৎসকদের। তবে এই কর্মবিরতি চলবে মঙ্গলবার ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত । তারপর তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে প্রশাসন কী ভূমিকা নিচ্ছে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তার আগে পর্যন্ত যেমন ভাবে কর্মবিরতি চলছিল তাই জারি থাকবে ৷ জেনারেল বডির এই সিদ্ধান্ত নেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ৷

পাশাপাশি মঙ্গলবার বেলা ১২টা নাগাদ করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন যাবেন জুনিয়র চিকিৎসকরা ৷ তারপর ফের ধর্নায় সামিল হবেন তাঁরা৷ তবে এদিন পাঁচ দফা দাবির পাশাপাশি তাঁরা স্বাস্থ্যসচিব, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগের দাবি নিয়ে স্বাস্থ্যভবন যাবেন৷ পাঁচ দফা দাবির মধ্যে প্রথম ও প্রধান ছিল ন্যায্য বিচার । এছাড়াও তাদের দাবি ছিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে । বিনীত গোয়েলকে পুলিশ কমিশনারের পদ থেকে পদত্যাগ করতে হবে। পুরো হাসপাতালের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে । সর্বশেষ যে দাবি ছিল তা হল প্রত্যেকটা মেডিক্যাল কলেজে যে থ্রেট কালচার দেখা যাচ্ছে তা বন্ধ করতে হবে ।