‘আসুন না, কথা হবে’, সুপ্রিম নির্দেশ আসতেই জুনিয়র ডাক্তারদের বার্তা মমতার

কলকাতা: আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে গত এক মাস ধরে লাগাতার আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা৷ যার প্রভাব পড়ছে রাজ্যের বিভিন্ন সরকারি…

Junior Doctors Strike West Bengal Junior doctors strike West Bengal

কলকাতা: আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে গত এক মাস ধরে লাগাতার আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা৷ যার প্রভাব পড়ছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে। বেড়েছে রোগী মৃত্যুর সংখ্যা। সোমবার,আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ, এবার চিকিৎসকদের কাজে ফিরতেই হবে। এর জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে আন্দোলনরত জুনিয় ডাক্তারদের৷ (Junior doctors strike West Bengal)

সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত

সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানালেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে নবান্ন থেকে আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে বার্তাও দিলেন তিনি৷ বললেন, ‘‘আসুন না, কথা হবে, আলোচনা হবে। আমরা তো কথা বলতে প্রস্তুত।”

আরও পড়ুন-

গোপনাঙ্গ ছুঁয়ে প্রশ্ন, ‘ডু ইউ লাইক দিস?’

পুজো মণ্ডপের বাইরে কোন দায়িত্বে থাকবেন বিজেপি নেতাকর্মীরা?

রিজওয়ানুরের পর আরজিকর কাণ্ড

Bengal: Junior doctors in West Bengal have been protesting for a month demanding justice for a colleague’s rape and murder. The Supreme Court has now ordered them to resume work. Read more about the ongoing healthcare crisis and the government’s response. Junior doctors strike West Bengal