উত্তাল আরজি কর, মঙ্গলেও কর্মবিরতি, ফুটেজ প্রকাশ্যে আনার দাবি চিকিৎসকদের

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে লাগাতার আন্দোলন চালাচ্ছে জুনিয়র ডাক্তাররা৷ সোমবার দিনভর কর্মবিরতির পর মঙ্গলবারও আরজি করে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।…

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে লাগাতার আন্দোলন চালাচ্ছে জুনিয়র ডাক্তাররা৷ সোমবার দিনভর কর্মবিরতির পর মঙ্গলবারও আরজি করে কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার জেনারেল বডির মিটিং-এর পরই সে কথা জানিয়ে দেওয়া হয়৷ সোমবারের বৈঠকে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সীমা বেঁধে চিকিৎসকদের দাবি, ১৪ অগাস্টের মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে৷ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ এবং ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা৷

 

তবে এই আন্দোলন শুধুমাত্র আরজি করে সীমাবদ্ধ নেই৷ মেডিক্যাল কলেজ সহ একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিবাদ চলছে৷ কিন্তু, সোমবারের পর মঙ্গলবারেও আরজি করে অচলাবস্থার জেরে সমস্যার পড়েছেন রোগী ও তাঁদের পরিবার৷

 

এদিকে, কলকাতা পুলিশকেও রবিবারের ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে তদন্ত শেষ করতে না পারলে তদন্তভার তুলে দেওয়া হবে সিবিআইয়ের হাতে।