‘ওরা অশিক্ষিত, পড়াশোনা করে না’, বললেন জুন, ‘উনি তো টুয়েলভ পাশ’ পাল্টা অগ্নিমিত্রা

মেদিনীপুর:  বুথের ভিতরে অভব্য আচরণের অভিযোগ তুলেছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। অভিযোগ এনেছিলেন বিজেপি-র এজেন্টের বিরুদ্ধে৷ সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি…

মেদিনীপুর:  বুথের ভিতরে অভব্য আচরণের অভিযোগ তুলেছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। অভিযোগ এনেছিলেন বিজেপি-র এজেন্টের বিরুদ্ধে৷ সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি বলেন, “ওরা তো অশিক্ষিত। পড়াশোনা করে না…।” জুনের এই মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছেন ওই লোকসভা কেন্দ্রেরই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পাল্টা জুন মালিয়ার শিক্ষাগত যোগ্যাতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, উনি নিজে তো দ্বাদশ শ্রেণি পাশ। যদিও হলফনামায় জুন তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন দেখিয়েছেন। ১৯৮৮ সালে সিবিএসসি বোর্ড থেকে দশম পাশ করেন৷

 

বিজেপি-র পোলিং এজেন্ট বুথের ভিতরে তাঁকে বাধা দিয়েছে বলে অভিযোগ জুন। পরে বুথ থেকে বেরিয়ে তৃণমূল প্রার্থী বলেন, “ওরা তো অশিক্ষিত। পড়াশোনা করে না। কিছু না। গামছা জড়িয়ে ভাবছে এটাও মাঠ।” জুনের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান অগ্নিমিত্রা। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা অশিক্ষিত হতে পারি। অর্ধ শিক্ষিত হতে পারি। কিন্তু কখনই চোর নই। আর জুন মালিয়া যে পার্টি করেন, ওঁর দলের যে নেত্রী রয়েছেন তাঁরা তো চোর-ডাকাত।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করি না। ঠকাই না৷ কেন্দ্রের টাকা চুরিও করিনা।’’

 

 

অগ্নিমিত্রার আরও সংযোজন, “জুন মনে করছেন উনি বোধহয় ওঁর নেত্রীর মতো ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। জুনও কোথাও করেছেন কি না। যদিও আমি দেখলাম উনি টুয়েলভ পাশ। মানুষকে কি সম্মানটা পড়াশোনার উপর দেওয়া যায়?”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *