Aajbikel

যাদবপুরের ৪ বর্তমান পড়ুয়াকে বহিষ্কারের সুপারিশ, ছাত্রমৃত্যুর ঘটনায় নয়া মোড়

 | 
যাদবপুর হোস্টেল

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত অনেক দূর এগিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটিও তদন্ত চালাচ্ছে নিজেদের মতো। আর ইতিমধ্যেই তারা বড় সুপারিশ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুতে ৪ জন বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কারের সুপারিশ করেছে তারা। এছাড়া হস্টেল সুপারের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনে তাঁকে শাস্তি দিতে হবে বলেও দাবি তোলা হয়েছে। 

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার প্রায় ১ মাস হতে চলল। এতদিন তৎপর হয়েছে এই অভ্যন্তরীণ কমিটি। সহ উপাচার্যের নির্দেশ অনুসারে এই কমিটি তৈরি হওয়ার পর তারা একটি প্রাথমিক রিপোর্ট দিয়েছিল। তবে এতদিনে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টেই চার জন বর্তমান পড়ুয়াকে আজীবন বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ২৫ জন প্রাক্তনী যারা এখনও হস্টেলে আছে তাদের বের করে দেওয়া থেকে র‍্যাগিংয়ে অভিযুক্ত প্রত্যেক ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেওয়া হয়েছে। হস্টেল সুপারও তাদের ক্ষোভের নজর এড়ায়নি। ছাত্রদের একাংশের দাবি অনুযায়ী, বারবার ফোন করা সত্ত্বেও সেই রাতে হস্টেল সুপার মেইন হস্টেলে যাননি। কেন এই ঘটনা, তাঁর কর্তব্যে ন্যূনতম কোনও গাফিলতি রয়েছে কিনা তা জানতে চায় এই কমিটি। 

এদিকে সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মৃত ছাত্রের বাবা-মা। জানা গিয়েছে, মৃতের মায়ের চাকরি এবং ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নিহত ছাত্রের স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণও করা হবে। এমনটাই খবর নবান্ন সূত্রে। 

Around The Web

Trending News

You May like