‘পিসি-ভাইপোর শাসনে অতিষ্ট বাংলার মানুষ’, বিস্ফোরক নাড্ডা

‘পিসি-ভাইপোর শাসনে অতিষ্ট বাংলার মানুষ’, বিস্ফোরক নাড্ডা

কলকাতা: বঙ্গ সফর শেষ করে দিল্লি ফিরে যাওয়ার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কলাইকুণ্ডায় একটি চা চক্রে যোগ দেন। দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার রাতে পুলিশের তরফে মেলে এই চা-চক্রের অনুমতি, আর তার জেরেই বুধবার সকালে হরিয়াতাড়া গ্রামে এই চা-চক্রে জেপি নাড্ডার সঙ্গে একযোগে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

‘চায়ে পে চর্চা’র শুরুতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা সেখানে উপস্থিত মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এত সকালে আপনারা এসেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ প্রত্যকের কাছে৷” এছাড়া এদিন তিনি কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ও সুবিধার বিবরণ দেওয়ার পাশাপাশি কড়া ভাষায় রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নেন। এদিন তিনি বলেন, “পিসি ভাইপোর গুণ্ডামির জন্যই বাংলার মানুষ ধিক্কার দেয় মা-মাটির সরকারকে৷” পাশাপাশি এদিন নাড্ডা তৃণমূলকে ‘তোলাবাজি’ ও ‘গুন্ডাগিরির সরকার’ বলে কটাক্ষ করে বলেন, “গরিব মানুষের ওপর যে অন্যায়, অবিচার করা হচ্ছে তা আর চলবে না। সবাই মা-মাটি-মানুষকে ধিক্কার দেয়। এবারের নির্বাচনে চলে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷”

বক্তব্যের শেষে বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা বাংলার জামাই জয়প্রকাশ নাড্ডা বাংলা ভাষায় কিছু শ্লোগান বলে উপস্থিত জনতার মন জয় করার চেষ্টাও করেন। এদিন তিনি স্পষ্ট বাংলায় শ্লোগানের সুরে বলেন, “চাল চোর কে? ত্রিপল চোর কে? বালি চোর কে?” এই সব প্রশ্নের সঙ্গেই উপস্থিত জনতা একস্বরে বলে, “তৃণমূল, তৃণমূল৷” তারপরেই তিনি কিছুটা ভবিষ্যদ্বাণীর সুরে বলেন, “বাংলায় পদ্ম ফুটতে চলেছে, দিদি এবার বিদায় নেবেন৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =