‘দু’হাত জোড় করে দাঁড়িয়ে পিসি-ভাইপো, টা টা করতে প্রস্তুত বাংলা’ কটাক্ষ নাড্ডার

‘দু’হাত জোড় করে দাঁড়িয়ে পিসি-ভাইপো, টা টা করতে প্রস্তুত বাংলা’ কটাক্ষ নাড্ডার

সাহাপুর:  শিয়রে ভোট৷ চড়ছে রাজনৈতিক উত্তেজনের পারদ৷ বাংলার জমি দখলে দু’দিনের বঙ্গ সফরে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ বাংলায় পা দিয়েই প্রথমে মলদহের সাহাপুরে সভা করলেন তিনি৷ কড়া ভাষায় মুখ্যমন্ত্রী বিঁধলেন মমতা বন্দ্যোয়কে৷ চালালেন কটাক্ষের ছুরি৷ 

আরও পড়ুন- ‘যেখানেই যাচ্ছেন সেখানেই জয় শ্রীরাম ধ্বনি, মমতাদি এত রাগ হচ্ছে কেন?’ কটাক্ষ নাড্ডার

এদিন তোপ দেগে নাড্ডা বলেন, ভোট এসে গিয়েছে৷ আর আসন্ন নির্বাচনে মমতাজিকে টা টা, নমস্কার বলার সময়ও এসে গিয়েছে৷ কটাক্ষ করে বলেন, ‘‘আমি যেখানেই যাই সেখানে পিসি-ভাইপোর হাত জোড় করে দাঁড়িয়ে থাকার পোস্টার দেখি৷ কিন্তু বাংলার মানুষ আপনাদের ‘নমস্কার’ জানানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে৷ ভাইপোকে ‘নমস্কার’ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে৷ চাল চোর, ত্রিপল চোর, তোলাবাজি সরকারকে উপড়ে ফেলতে হবে৷ 

নাড্ডা আরো বলেন, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি’র দেড় গুণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কৃষি উন্নয়ন খাতে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ আরও তিনটি প্রকল্প অনুমোদন করা হয়েছে৷ রাষ্ট্রীয় হানি মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী দিনে যার সুফল পাবে বাংলার কৃষকরাও৷ 

আরও পড়ুন- মমতা সরকারকে ‘টাটা’ করতে প্রস্তুত বাংলা! মালদহে হুঁশিয়ারি নাড্ডার

তিনি বলেন, কোনও বাধা ছাড়াই কৃষি পণ্য রেলের মাধ্যমে যাতে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে৷ সালিমার থেকে সোজা মহারাষ্ট্রে এই পণ্য পৌঁছে যাবে৷ ধান সংগ্রহের জন্য ৬৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে৷ বাংলায় ৬৫৬ কিলোমিটার হাইওয়ের কাজ সম্পন্ন করতে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে৷ এই রাস্তা তৈরি উপকৃত হবে কৃষকরাও৷ তাঁদের ফসল পৌঁছে যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে৷ আর্থিক বিকাশের নতুন ইতিহাস লেখা হবে৷ তাঁর কথায়, পদ্ম ফুটলে বাংলার বিকাশ হবেই৷ কৃষকদের পরিশ্রম ব্যর্থ হবে না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =