মালদহ: দুদিনের বঙ্গ সফরে রাজ্যে এসে এদিন প্রথম মালদহে পৌঁছন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে যদুপুরের আম গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন তিনি। তারপর সাহাপুর পৌঁছে কৃষক সুরক্ষা অভিযানের মঞ্চ থেকে ভাষণ দিয়ে বাংলার তৃণমূল কংগ্রেস সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, বাংলার মানুষ মমতা সরকারের হার নিশ্চিত করবে। একই সঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের টাটা করতে প্রস্তুত বাংলার জনতা।
এদিন সাহাপুর পৌঁছে কৃষক সুরক্ষা অভিযানে বক্তব্য রাখতে ওঠেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই মঞ্চ থেকে তিনি রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের প্রতি আক্রমণ শানিয়ে বলেন, রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারের কিষান নিধি সম্মান যোজনা থেকে বাংলার কৃষকদের বঞ্চিত করছে এই রাজ্য সরকার। তবে বাংলার আরো অনেক কৃষক যে কেন্দ্রীয় প্রকল্প পাবে আজ তার প্রতিশ্রুতি দিয়ে রাখলেন তিনি। নাড্ডা বলেন, ৩৫ লক্ষ কৃষক সুরক্ষা অভিযানে যুক্ত, ৩৩ হাজার গ্রামে পৌঁছেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্যায় করেছে বলেও তোপ দাগেন তিনি। আরও দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ হাজার টাকা প্রকল্পের মারফত দিয়েছিলেন, তবে সম্মাননিধি কেন্দ্র দিলেও, জেদের বশে তা নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলার ৭০ লাখ কৃষক বঞ্চিত হয়েছেন এর কারণে।
ইংরেজবাজারের ফোয়ারা মোড় থেকে রোড শো শুরু করবেন জে পি নাড্ডা। শেষ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে। এরপর নদিয়ার উদ্দেশে রওনা দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নবদ্বীপে পৌঁছে যাবেন গৌরাঙ্গ জন্মস্থান আশ্রমে। এর আগে বঙ্গ সফরে এসে নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল। এবার যেন আর সে রকম কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে রথ যাত্রার অনুমতি না মিললেও তা যে করা হবে সে বিষয় আগে থেকেই জানিয়ে দিয়েছে বিজেপি শিবির।