ধনেখালি: বাংলার বিধানসভা নির্বাচন শুরু হওয়ার অনেক আগে থেকেই তৃণমূল কংগ্রেসকে চাপে রাখার প্রক্রিয়া শুরু করেছিল বিজেপি। এখন ভোট শুরু হবার পর সেই চাপ অনেক বেশি বৃদ্ধি করতে চেয়েছে তারা এবং করেও চলেছে। সেই প্রেক্ষিতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে খানিকটা খোঁচা দেওয়ার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি সরাসরি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় নেতা হলেন শুভেন্দু অধিকারী! তবে কেন এমন মনে হল, সেই ব্যাখ্যাও এদিন জনসভা থেকে দিয়ে দিলেন নাড্ডা।
এদিন ধনেখালির জনসভা থেকে জেপি নাড্ডা মন্তব্য করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে এসেছেন। বলা হচ্ছে তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, খেলার চেষ্টা করছেন। কিন্তু একটা বিষয় দেখতে হবে যে তিনি নিজের কেন্দ্র বদলে নন্দীগ্রামে এসেছেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুরে যাননি! তাই মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রীর সঙ্গে লড়াই করতে চলে এসেছেন নন্দীগ্রামে, তাই আদতে বড় নেতা কে সেটা সবাই বুঝতে পারছেন। এই প্রসঙ্গে তিনি আরো দাবি করেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন। এখানে হারার পরেই সারা বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাবে। নাড্ডার কথা, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পরেই সারা বাংলায় বার্তা চলে যাবে তৃণমূল কংগ্রেসের জন্য। তারা সাফ হয়ে যাবে এবং বিজেপি উঠে দাঁড়াবে বাংলায়।
আগামী কাল দ্বিতীয় দফার নির্বাচন। চার জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটারের সংখ্যা ৭৬ লক্ষ ৭৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ও মহিলা ভোটার যথাক্রমে ৩৮ লক্ষ ৯৩৬৫৫ ও ৩৭ লক্ষ ১৩৯২৬। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৬। ওভারসিস ভোটারের সংখ্যা ১৩। ৮০ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ১১৬। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৫৪৭৬৫। মোট ভোট গ্রহণ কেন্দ্র ৬৭৯২। বুথের সংখ্যা ১০ হাজার ৬২০ টি। প্রাইমারি বুথের সংখ্যা ৮৩৩৩। আক্সিলারি বুথের সংখ্যা ২২৮৭। ফাইল ছবি