রাজ্যের মদতে হিংসা হচ্ছে! লড়াই জারি রাখা হবে: নাড্ডা

রাজ্যের মদতে হিংসা হচ্ছে! লড়াই জারি রাখা হবে: নাড্ডা

f8c99b24c7838de70d47e86427bcb52b

কলকাতা: বিধানসভা নির্বাচনে কার্যত বিপর্যস্ত অবস্থা হয়েছে ভারতীয় জনতা পার্টি শিবিরের। পশ্চিমবঙ্গে ২০০ আসনের বেশি পেয়ে ক্ষমতায় আসবে বলে দাবি করা হয়েছিল তাদের তরফ সে কিন্তু বিজেপি ৮০ আসন পর্যন্ত টপকাতে পারেনি। তবে ভোট পরবর্তী হিংসায় ফের একবার তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে তারা। সেই প্রেক্ষিতে দুদিনের রাজ্য সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন তিনি।

গতকাল আহত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশভাগের সময় বাংলায় এত রক্ত বয়েছিল, তারপর আজ এইভাবে অশান্তি হচ্ছে বাংলায়। এই প্রেক্ষিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, তিনি অসহিষ্ণুতার প্রতিরোধ এবং তিনি বাংলার সংস্কৃতি জানেন না। আজ নিউটাউনে সাংবাদিক বৈঠক করে জেপি নাড্ডা আরো বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিজেপি কর্মী এবং সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে সেটা রাজ্যের মদতপুষ্ট হামলা। এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতে তিনি জানিয়ে দেন যে বিজেপি এর শেষ দেখে ছাড়বে আর লড়াই জারি থাকবে। 

তাঁর কথায়, বাংলার মানুষ বিজেপিকে বিরোধী শিবিরে বসিয়ে বড় দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব রাজনৈতিক ভাবে পালন করবে ভারতীয় জনতা পার্টি শিবির। বাংলার প্রত্যেকটা মানুষ যাতে সুরক্ষিত থাকে এবং নির্ভয় বাংলায় বাঁচতে পারে সেই দিকে নজর দিয়েই কাজ করে যাবে বিজেপি। এছাড়া তিনি আরো বলেন, ভোট প্রচারের সময় তিনি বলেছিলেন যে বাংলায় মহিলারা অসুরক্ষিত। আজ রাজ্যজুড়ে যে হিংসার ঘটনা ঘটছে তাতে প্রমাণ হয়ে যায় যে তিনি সত্যি কথা বলছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *