কলকাতা: ষষ্ঠ দফাতেও চলল গুলি৷ চোপড়ার ১৪৭ নম্বর বুথে গুলি চলেছে বলে অভিযোগ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশন রিপোর্ট তলব করেছে৷ গতকাল ওই এলাকায় ৮ রাউন্ড গুলি চলে৷ পুরো ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন৷ গুলি চলেনি, রিপোর্ট গেল কমিশনের দফতরে৷
অন্যদিকে, বারাকপুর বিধানসভার ঘোষপাড়ায় তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ৷ উঠল গো ব্যাক স্লোগান৷ বিজেপি কর্মীরা তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বলে খবর৷ বিক্ষোভের মুখে পড়লেও রাজ চক্রবর্তী মনে করছেন, সিনেমার মতই আজ তিনি ‘হিট’ করে গেছেন। আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছেন, কমপক্ষে ৩০-৩৫ হাজার ভোটে নিজের কেন্দ্র থেকে জিতবেন তিনি। রাজ বলেন, ‘‘একশো শতাংশ আশাবাদী। আমি আমার মতো করে চেষ্টা করেছি। পার্টির কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরাই হাসব।’’