কলকাতা: কোভিড আক্রান্ত ‘ঘাসফুলের কবি’। রবিবার রাতে অসুস্থ হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন কবি জয় গোস্বামী। তবে হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রবিবার রাতে তাঁর অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা। সকলেই কবির দ্রুত আরোগ্য কামনা করেছেন।
জয় গোস্বামীর পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন ৬৬ বছরের কবি। জ্বর আসে৷ সঙ্গে কয়েক বার বমিও করেন। দেখা দেয় করোনার উপসর্গ। এরপর তাঁর করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষা করানোর পর রবিবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। ইতিমধ্যে জ্বরে কাবু হয়ে পড়েন তিনি এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। কাল বিলম্ব না করে রাতেই তাঁকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানকার কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন জয় গোস্বামী। শরীরে অক্সিজেনের মাত্রা কম কিংবা অন্য কোনও জটিলতার খবর পাওয়া যায়নি এখনও। করোনা পরীক্ষা হয়েছে তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী এবং মেয়ে দেবত্রীরও। কাবেরীদেবীকেও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইতিমধ্যেই করোনার থাবায় হারাতে হয়েছে বাংলায় সাহিত্য জগতের প্রবাদপ্রতিম কবি শঙ্খ ঘোষকে। তাঁর মৃত্যুর আটদিন পর করোনার গ্রাসেই প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষও। এবার জয় গোস্বামী করোনা আক্রান্ত হওয়ায়, বাংলা সাহিত্য জগতে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়েছে। সম্প্রতি সাহিত্যসভায় বিশেষ দেখা যায়নি জয় গোস্বামীকে। অন্তরালে কাব্যচর্চার কাজ করে গিয়েছেন তিনি। এ বছরও রাজ্য সরকারেরর তরফে আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন এবং আবৃত্তি পাঠ করেন তিনি। গৃহবন্দি থাকলেও করোনার ভয়াল গ্রাস থেকে রেহাই পেলেন না৷ তাঁর শরীরেও মারণ ভাইরাস থাবা বসাল।