ইন্দ্রপতন! প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

ইন্দ্রপতন! প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

f5bd60be43422f9e95c04675c7fbb9d6

 
কলকাতা: বাংলা সংবাদ জগতে ফের থাবা বসাল করোনা৷ রবিবার রাতে প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক এবং বাংলা টেলিভিশনের অন্যতম প্রধান সঞ্চালক অঞ্জন বন্দ্যোপাধ্যায়৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

গত ১৪ এপ্রিল তাঁর শরীরে করোনার বাসা বাঁধার খবর মেলে৷ কোভিডকে জয় করে বেসরকারি হাসপাতাল থেকে বাড়িও ফিরেছিলেন৷ তবে কোভিডে সুস্থ হলেও, শেষ পর্যন্ত করোনা পরবর্তী শারীরিক জটিলতাতেই ফের ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে৷ দিনকয়েকের মধ্যেই অসুস্থ হয়ে আবারও ভর্তি হন সেই হাসপাতালে। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে৷ ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। পরে একমো সার্পোটেও ছিলেন তিনি। গত সপ্তাহ থেকেই তাঁর শারীরিক পরিস্থিতি অতি সংকটজনক হয়ে পড়ে। সেই অসুস্থতা থেকে আর তাঁকে ফিরিয়ে আনতে পারলেন না চিকিৎসকরা। রবিবার রাতে সাড়ে ৯টা নাগাদ থেমে গেল সব লড়াই। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। ৩৩ বছরের সাংবাদিকতার বর্ণময় জীবনে ইতি টেনে অঞ্জনবাবু পাড়ি দিলেন মৃত্যুপুরীতে।

মেধাবী ছাত্র ছিলেন অঞ্জন এবং ছিলেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই। প্রেসিডেন্সি থেকে বাংলা ভাষায় প্রথম বিভাগে প্রথম হন। স্নাতকোত্তরেও প্রথম বিভাগে প্রথম হয়েছিলেন তিনি। পড়াশোনা শেষে পা রাখেন সংবাদ জগতে। খবরের কাগজেই তাঁর সাংবাদিকতায় হাতেখড়ি। দীর্ঘদিন খবরের কাগজে কাজ করার পরে বৈদ্যুতিন ও ডিজিটাল মাধ্যমেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি। ছিলেন সম্পাদকও। কাজ করেছিলেন যুগান্তর, আজকাল, ইটিভি, জি ২৪ ঘণ্টা, আনন্দবাজার পত্রিকা, টিভি৯-সহ বহু সংবাদমাধ্যমেই। বর্তমানে ছিলেন জি ২৪ ঘণ্টার এডিটর৷ রবিবাসরীয় রাতে তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলা সংবাদমাধ্যমের।

শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ। সদ্য সমাপ্ত নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, এমন বহু সাংবাদিককে আমরা হারিয়েছি। ওঁর পরিবার, সহকর্মীদের শোক জানানোর মতো ভাষা নেই। মা, স্ত্রী অদিতি, মেয়ে তিতলি এবং দাদা তথা রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রেখে গেলেন।’ অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইটারে তিনি লেখেন, ‘জি ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকাহত। সাংবাদিকতার জগতে এ এক অপূরণীয় ক্ষতি। ওঁর বিদায়ী আত্মার শান্তি কামনা করি।’ ফেসবুকে শোকপ্রকাশ করেছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা প্রকাশ করেছে কলকাতা প্রেস ক্লাবও। শোকপ্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফেসবুকে তিনি লেখেন, ‘জি ২৪ ঘন্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক জগতের অপূরণীয় ক্ষতি হল। তাঁর আত্মার সদগতি কামনা করি। ওম শান্তি !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *