কলকাতা: সব ঠিক থাকলে তার অনেক আগেই, ডিসেম্বরেই এই মেট্রো চড়তে পারে বেহালার মানুষ। পূর্ব রেলের তরফ থেকে জানান হয়েছে, ডিসেম্বরের ১০ তারিখের মধ্যেই জোকা-তারাতলা মেট্রো লাইনের সব কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এমনটা হতেই পারে যে, ১১ কিংবা ১২ তারিখ থেকেই চালু হয়ে যাবে বেহালার এই বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা। কিন্তু এর ভাড়া কেমন হবে, সেই প্রশ্নও ছিল সকলের মনে। তা এবার জানা গেল।
আরও পড়ুন- নিয়োগ মামলায় ভিন্ন জবাব রাজ্য এবং এসএসসি-র, কমিশন ভেঙে দিন, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতির
জোকা-তারতলা মেট্রোর ভাড়া নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, আপাতত জোকা-তারাতলা পর্যন্ত সর্বোচ্চ ২০ টাকা ভাড়া পড়বে। সর্বনিম্ন ভাড়া থাকছে ৫ টাকা। জোকা-বিবাদী বাগ মেট্রো লাইনের (পার্পল লাইন) অন্তর্গত এই পরিষেবা আপাতত তারতলা পর্যন্তই চলবে। এও জানা গিয়েছে, কলকাতা মেট্রো রেলের তরফে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির কাছে ২২টি রেকের অর্ডার দেওয়া হয়েছে। মোট ৬টি স্টেশন দিয়েই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা প্রবল। বেহালার মেট্রো রুটের এই ৬টি স্টেশন হল জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা।
এখন বেহালা থেকে সরাসরি ধর্মতলা যেতে গেলে একমাত্র ভরসা বাস। আর যদি সময় হাতে নিয়ে বেরনো হয় তবে টালিগঞ্জ বা কালীঘাট থেকে মেট্রো ধরে যেতে হয়, আর সেখানে পৌঁছতে গেলে থাকে চৌরাস্তা থেকে অটো। তাই সরাসরি যেতে গেলে এই মেট্রো রুট ব্যাপক সুবিধা দেবে বেহালার মানুষকে।