Aajbikel

মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশে দৌড় চাকরি প্রার্থীদের, বিক্ষোভে উত্তাল কালীঘাট

 | 
কালীঘাটে চাকরিপ্রার্থীদের ভিড়

 কলকাতা: চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে ধুন্ধুমার কালীঘাটে। বৃহস্পতিবার দুপুরে চাকরির দাবি তুলে সোজা মুখ্যমন্ত্রীর বাড়ির পথে রওনা দেয় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। কালীঘাট মেট্রো স্টেশনের ১ নম্বর গেট দিয়ে বেরিয়ে তারা পৌঁছে যান হাজরা মোড়়ের কাছে৷ এক সঙ্গে এতজন চাকরিপ্রার্থীর ভিড় দেখে হকচকিয়ে যান হাজরা মোড়ের কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরাও। সেখান থেকে রীতিমতো দৌড়তে শুরু করেন তাঁরা।  কয়েকজন চাকরিপ্রার্থী দৌড়ে হাজরা মোড় থেকে একটি ট্রাফিক সিগন্যাল পর্যন্ত পৌঁছে যান৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়৷ 

চাকরিপ্রার্থীদের ধাওয়া করে পুলিশ৷ তাঁদেরকে ধরে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। সূত্রের খবর, চাকরিপ্রার্থীদের এদিনের অভিযান প্রসঙ্গে পুলিশের কাছে আগাম কোনও খবর ছিল না। ফলে আচমকা তৈরি হওয়া এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়৷ 

আন্দোলনকারীদের বক্তব্য, এর আগে মুখ্যমন্ত্রী নিজে তিনবার আপার প্রাইমারির শিক্ষকদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতিই সার৷ কাজের কাজ কিছুই হয়নি। তাঁরা জানান, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গুরের সভায়, ২০২১ সালের ২১ জুন নবান্নের সাংবাদিক বৈঠকে এবং চলতি বছরের ৩০ মে ফের নবান্নে সাংবাদিক বৈঠক থেকে দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যা এখনও ফলপ্রসূ হয়নি৷ 

Around The Web

Trending News

You May like