Aajbikel

দিন বদল হলেও বঞ্চিত চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি, এড়াতে হবে জাতীয় সড়ক

 | 
হাইকোর্ট

কলকাতা: ২৯ মার্চ পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা মিছিল করার কথা ছিল স্কুলে নিয়োগ বঞ্চিতদের। কিন্তু পুলিশ মিছিলের অনুমতি দিচ্ছে না বলেই অভিযোগ তোলা হয়েছিল। সেই অনুমতির জন্যই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বঞ্চিতরা চাকরিপ্রার্থীরা। এই মামলার শুনানিতে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। যদিও উক্ত দিনে মিছিলের অনুমতি দেওয়া হয়নি।

আরও পড়ুন- মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির সাংসদের সাক্ষাৎ, পঞ্চায়েতের আগে এই সাক্ষাৎ কতটা তাৎপর্যপূর্ণ?

আদালতের তরফে জানান হয়েছে, আগামী ৩ থেকে ৫ এপ্রিল জাতীয় সড়ক এড়িয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা মিছিল করতে পারবে স্কুলে চাকরি বঞ্চিতরা। আর নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিকল্প দিনে ও নতুন রুটে মিছিলের অনুমতি চেয়ে জেলার এসপি ও কমিশনারেটের সিপিদের কাছে আবেদন করতে হবে তাদের। উল্লেখ্য, ২৯ ও ৩০ মার্চ মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছিল মামলাকারীরা। কিন্তু তাদের মিছিলের দিন বদলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

এমনিতেই রাজ্য সরকারের ওপর নিয়োগ নিয়ে চাপ বাড়ছে। যত দিন এগোচ্ছে নিয়োগ কাণ্ডে একাধিক নতুন তথ্য সামনে আসায় অস্বস্তিতে পড়ছে তৃণমূল কংগ্রেস। এদিকে আবার দফায় দফায় বিক্ষোভ আন্দোলন, মিছিল হওয়ায় যেন সাঁড়াশি আক্রমণের মুখে সরকার। চাকরিতে নিয়োগের দাবির পাশাপাশি আছে ডিএ নিয়ে আন্দোলনও। সব মিলিয়ে রাজ্যে উত্তাপ বাড়ছে। 

Around The Web

Trending News

You May like