কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করতে এসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে কার্যত ‘ধমক’ খেলেন মামলাকারীরা। কিন্তু কোন মামলা বা কীসের কারণে ধমক? না কোনও রাজনৈতিক সংযোগ নেই এই ইস্যুতে। আসলে মামলাকারীদের অভিযোগ জানানোর ‘সময়’ দেখে বিস্মিত হয়েছেন বিচারপতি।
আরও পড়ুন- গুজরাট ভোট: প্রথম দফার ভোটদানের হার নিয়ে চিন্তায় বিজেপি
২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার পর ২০১২ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। পূর্ব মেদিনীপুরের ৩৫ জন চাকরি প্রার্থী এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসক দল তৃণমূল কংগ্রেসে থাকার কারণে সেই সময় অন্যায় ভাবে তারা বঞ্চিত হয়েছিলেন। যদিও মামলাকারীদের বিচারপতির প্রশ্ন, ১২ বছর কোথায় ছিলেন? তখন কেন মামলা করলেন না? আর এখনই বা কেন মামলা করছেন? এর উত্তরে তারা বলেন, শুভেন্দু অধিকারীর ভয়ে তারা মামলা করতে পারেননি।
তবে বিচারপতি এখানেই থেমে থাকেননি। তিনি এও জিজ্ঞাসা করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে দু’বছর আগেই বিজেপিতে যোগদান করেছিলেন। তাহলে দু’বছর তারা কোথায় ছিলেন? এই প্রেক্ষিতেই কার্যত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ‘ধমক’ খান মামলাকারীর আইনজীবী।