সব ধর্না মঞ্চের চাকরিপ্রার্থীদের এক হওয়ার ডাক, বড় আন্দোলনের কথা ভাবছে ঐক্যমঞ্চ

সব ধর্না মঞ্চের চাকরিপ্রার্থীদের এক হওয়ার ডাক, বড় আন্দোলনের কথা ভাবছে ঐক্যমঞ্চ

6a320c13e0bc22f48f3e959fb9b3b194

কলকাতা: কলকাতার মাতঙ্গিনী হাজরা এবং মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে নিয়োগের দাবিতে যে সাতটি ধর্না মঞ্চ চলছে সেই ধর্না মঞ্চে গিয়ে তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানাল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ না পাওয়া বঞ্চিত চাকরি প্রার্থী, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী, আপার প্রাইমারি, সরকারি কর্মচারীদের গ্রুপ ডি, প্রাথমিক টেট ২০১৪ চাকরি প্রার্থী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থী সহ মোট সাতটি ধর্না মঞ্চে যান তারা। সব ধর্না মঞ্চের চাকরিপ্রার্থীদের এক হওয়ার ডাক দিয়ে তারা বৃহত্তর আন্দোলনের বার্তা দিয়েছে।

আরও পড়ুন- কালীপুজোয় বাজির বাজারে পুলিশের সঙ্গে নজরদারি চালাবে দুই কেন্দ্রীয় এজেন্সি, নির্দেশ হাই কোর্টের

pic

শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে জানান হয়েছে, বিভিন্নভাবে নিয়োগের যে ছবি উঠে এসেছে তাতে তারা মনে করছে, একে শুধু আর দুর্নীতি বলা যায় না, প্রশাসন এবং নেতা-মন্ত্রীদের এটি একটি পরিকল্পিত সংগঠিত অপরাধ। তাই তারা সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তাদের নিয়োগ অবিলম্বে বাতিল করে সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে, এই আওয়াজ তুলছে। সেই প্রেক্ষিতেই এই সংগঠন সমস্ত ধর্না মঞ্চের চাকরিপ্রার্থীদের আহ্বান জানিয়েছে, যেভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা জারি থাকুক। তার সঙ্গে সকল ধর্না মঞ্চের আন্দোলনকারীদের একত্রিত করে নিয়োগের দাবীতে কলকাতার রাজপথে বিশাল প্রতিবাদ মিছিল সংঘটিত করতে চান তারা।

pic

pic

শুধু তাই নয়, ঐক্যমঞ্চ আরও চাইছে সকলকে ঐক্যবদ্ধ করে লাগাতার বৃহৎ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে। শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী এমনটাই জানান এদিন। আজকের কর্মসূচিতে যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে অন্যতম সংগঠনের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী সহ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুলগ্না পাল, অনিমেষ হালদার, ২৪ পরগনার জেলা সম্পাদক তমাল মন্ডল, সহ-সম্পাদক বিষ্ণু হরি জানা এবং অভিজিৎ মন্ডল, উত্তর ২৪ পরগনা জেলার সহ-সভাপতি কল্যাণ আচার্য, হুগলি জেলার সংগঠক মনিকা বিশ্বাস, রজত বোস এবং শিক্ষানুরাগী ব্যক্তি দিগন্ত রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *