ব্রেকিং: পুজো কার্নিভাল হবে, চাকরিপ্রার্থীদের শনিবার ধর্নায় না বসার নির্দেশ

ব্রেকিং: পুজো কার্নিভাল হবে, চাকরিপ্রার্থীদের শনিবার ধর্নায় না বসার নির্দেশ

কলকাতা: ৫০০ দিন পেরিয়ে গিয়েছে তাদের অনশনের। পুজোর মধ্যেও কেউ বাড়ি যাননি, আনন্দ করা দূর, অবস্থান বিক্ষোভে অনড় থেকেছেন গান্ধী মূর্তির পাদদেশে থাকা চাকরিপ্রার্থীরা। কিন্তু আগামীকাল অর্থাৎ শনিবার তাদের বিক্ষোভ থেকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। কারণ, শনিবার দুর্গাপুজো কার্নিভাল রয়েছে। তাই তারা যাতে সেখানে অবস্থান বিক্ষোভে না বসেন তাই নির্দেশ দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ব্যাঙ্কের গ্রাহককদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটের ওপর বাড়ছে সুদের হার

পুজো কার্নিভাল নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে প্রশাসন। নিরাপত্তা নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ। শনিবার এই পুজো কার্নিভালের জন্যই মেয়ো রোড সহ আশেপাশের একাধিক এলাকায় নিরাপত্তা থাকবে আঁটোসাঁটো। সেই প্রেক্ষিতেই পুলিশের তরফে চাকরিপ্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে ওই গান্ধীমূর্তি এলাকায় শনিবার ধর্নায় না বসতে। ময়দান থানার পক্ষ থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে পাঠানো নোটিশ চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছেও গিয়েছে। যদিও তারা অবস্থান বিক্ষোভ যে তুলবেন না, সেই ইঙ্গিত মিলেছে। চাকরিপ্রার্থীদের বক্তব্য, তারা চিরতরে এখান থেকে উঠে যেতে চান। কিন্তু সরকারের পক্ষ থেকে সেই রকম কোনও ব্যবস্থাই এখনও করা হচ্ছে না। উল্লেখ্য, ৫৭২ দিনে পড়েছে এই চাকরিপ্রার্থীদের ধর্না, আন্দোলন।

ইতিমধ্যেই নবান্ন থেকে পঁচিশ দফা একটি গাইডলাইন জারি করা হয়েছে কার্নিভাল নিয়ে৷ যে রাস্তা ধরে কার্নিভাল হবে তার দু’ধারে সাধারণ মানুষ যাতে দাঁড়াতে বা বসতে পারেন সেই ব্যবস্থা রাখার কথাও গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =