দীপাবলির আগে সুভাষগ্রামে NIA-র জালে JNB জঙ্গি

দীপাবলির আগে সুভাষগ্রামে NIA-র জালে JNB জঙ্গি

কলকাতা:  দীপাবলির ঠিক আগে রাজ্যে এনআইএ-র হাতে গ্রেফতার জেএনবি জঙ্গি৷ ধৃতের নাম আব্দুল মান্নান৷ বাংলাদেশের বাসিন্দা৷ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণার সুভাষ গ্রামের ভাড়া বাড়ি থেকে আব্দুল মান্নান নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ৷

আরও পড়ুন- রোজভ্যালি কর্তার জামিন নিয়ে বিতর্ক, সাক্ষীদের হুমকির অভিযোগ গৌতম কুণ্ডুর বিরুদ্ধে

গতকাল এনআইএ-র একটি টিম আব্দুল মান্নানের বাড়িতে তল্লাশি অভিযান চালায়৷ যে জামাত জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, সে বাংলাদেশের নাগরিক৷ কয়েক বছর আগে দেশ ছেড়ে চলে আসে এবং দক্ষিণ ২৪ পরগণার সুভাষগ্রামে একটি বাড়িতে ভাড়া নেয়৷ ভুয়ো ভোটার ও আধার কার্ডও ছিল তার৷ শুধু নিজের নয়, বেশ কয়েক জনের ভুয়ো পরিচয়পত্রও বানিয়ে দিয়েছিল এই জামাত জঙ্গি৷

তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন, বাংলাদেশে সক্রিয় জেএমবি-র শীর্ষ স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগ ছিল তার৷ কয়েক মাস আগেই হরিদেবপুর থেকে তিন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির ও রবিউল। তারা শহরে বড় কোনও নাশকতার ছক কষছিল বলে অনুমান পুলিশের। পরে এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। গতকালই তাদের  হেফাজতে পায় তারা জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের জেরা করেই সুভাষগ্রামে লুকিয়ে থাকা জেএমবি জঙ্গির খোঁজ পায় এনআইএ৷ ধৃত জঙ্গির পুরো নাম মহম্মদ আব্দুল মান্নান শেথ৷ তার সঙ্গে আর কতজন বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢুকেছে এবং জামাতের পরবর্তী পদক্ষেপ কী , তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা৷ ধৃতকে আদালতে পেশ করে হেফাজতে চাওয়া হবে বলেই এনআইএ সূত্রে খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =