অবশেষে সেই বিজেপিতেই জিতেন্দ্র! আজ যোগদানের সম্ভাবনা

অবশেষে সেই বিজেপিতেই জিতেন্দ্র! আজ যোগদানের সম্ভাবনা

 

কলকাতা: বিজেপিতে যোগ দিতে চলেছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি! আজ দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখানোর কথা তাঁর। সূত্রের খবর, শ্রীরামপুরের সভা থেকে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। গত বছরের শেষের দিকে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। মূলত শুভেন্দু অধিকারী বিজেপি শিবিরে যোগ দিতে পারেন এমন খবর ছড়িয়ে পড়ার পর জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই সময় তাঁদেরকে এক সঙ্গে বৈঠক করতেও দেখা যায়। যদিও বিজেপি শিবিরের মধ্যে জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়া নিয়ে বিরোধ শুরু হয় সেই সময়। ফলত, পরবর্তী ক্ষেত্রে তিনি তৃণমূল কংগ্রেসের ফিরে আসার চেষ্টা করেন এবং হালে তাঁকে বড় দায়িত্ব দেয় শাসক শিবির। তবে ফের একবার ‘ডিগবাজি’ মারতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি, অন্তত সম্ভাবনা তেমনই।

আরও পড়ুন- ‘রাজ্যে লাভ জিহাদ রুখতে ব্যর্থ তৃণমূল সরকার, চলছে অবৈধ গরু পাচার’,হুঙ্কার যোগীর

রাজ্য সরকার, মূলত পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছিলেন, রাজ্যের শাসক দলের রাজনীতির কারণে কেন্দ্রীয় সাহায্য বঞ্চিত হচ্ছে আসানসোল এবং সেই কারণে সেখানকার উন্নয়ন হচ্ছে না। এই অভিযোগ তোলার পর নিজের পদ ছেড়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। প্রাথমিক পর্যায়ে তিনি জানিয়েছিলেন নিজের পুরনো কর্ম জীবনে ফিরে যাবেন, যদিও ফেসবুকের একাধিক পোস্ট ইঙ্গিত দিচ্ছিল অন্য কিছুর। বিজেপি শিবিরে তিনি যোগ দিতে পারেন তখন এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল। শুভেন্দু অধিকারী এবং সুনীল মন্ডলের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও তাঁকে দলে নেওয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয় বিজেপি শিবিরের অন্দরে। পরবর্তী ক্ষেত্রে জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে বিরূপ মন্তব্য করায় শোকজ করা হয় বিজেপির বাবুল সুপ্রিয় এবং অগ্নিমিত্রা পলকে। যদিও সেই সময়ে বিজেপি শিবিরে যোগ দেওয়া হয়নি জিতেন্দ্রর বরং, তৃণমূল কংগ্রেস ফিরে আসার ব্যাপক চেষ্টা করেছেন তিনি। 

আরও পড়ুন-  মোদী-শাহ মিলে করতে পারেন ৭০ সভা! পাখির চোখ ‘সোনার’ বাংলা

সম্প্রতি শাসক শিবির তাঁকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছিল। সেই প্রেক্ষিতে তিনি জানিয়েছিলেন যে, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি তাঁর উপর ভরসা রেখেছেন। এই ভরসা করার মর্যাদা তিনি দেবেন। উল্লেখ্য, জাতীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *