কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত৷ দেশজুড়ে হাহাকার৷ চলছে মৃত্যুমিছিল! দেশের কঠিন সময়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত৷ অভিনেতার উদ্যোগে খাস শহর কলকাতার বুকে গড়ে উঠতে চলেছে আরও একটি সেফ হোম৷ মঙ্গলবার থেকেই চালু হয়ে যাবে লেক মার্কেটের এই সেফ হোম পরিষেবা, আশা অভিনেতার৷
কী কী সুবিধা রয়েছে এই সেফ হোমে? অভিনেতা জানিয়েছেন, আপাতত ২০টি বেড নিয়ে শুরু হতে চলেছে এই পরিষেবা৷ প্রতি বেডের সঙ্গে যুক্ত অক্সিজেন সিলিন্ডার৷ রয়েছে সাতটি অক্সিজেন কনসেনট্রেটর৷ যিশু জানিয়েছেন, ‘এপ্রিলের মাঝামাঝি থেকে সেফ হোম তৈরি করার বিষয়টি মাথায় আসে, পরিচিত একজনকে ফোন করে বাড়ি খুঁজতে বলা হয়, কিন্তু কিছুতেই তারা ব্যবস্থা করতে পারেননি। স্থানীয় বিধায়ককে ফোন করেন৷ তিনি এক-দুদিন সময় নিয়ে, পরের দিনই একটা বাড়ির ব্যবস্থা করে দেন৷’’ শনিবার সেফ হোমটি দেখতে যান বিধায়ক দেবাশীষ কুমার৷ তিনি সেখানে বলেন, (গ্রাফিক্স ইন) ‘আমার মেয়ের কাছ থেকে প্রথম বিষয়টি জানতে পারি৷ শুনেই ওদের সাহায্য করতে চেয়েছি৷ এর থেকে ভালো উদ্যোগ আর হতে পারে না৷’
রাজ্যজুড়ে কার্যত লকডাউনের ফলে বন্ধ হয়েছে শ্যুটিং। তবে বিশ্রাম না নিয়ে করোনা আক্রান্ত মানুষদের হয়ে লড়ে যাচ্ছেন যিশু সেনগুপ্ত৷ নিজের এলাকার মানুষদের জন্যই প্রাণপণে লড়ে যাচ্ছেন তিনি৷ এহেন পরিস্থিতিতে জনসাধারণের উদ্দেশে মানবিক থাকার বার্তা দেওয়ার পাশাপাশি অভিনেতা জানিয়েছেন, শরীরে সামান্যতম উপসর্গ দেখা দিলেই যেন করে ফেলা হয় করোনা পরীক্ষা৷